Hot Posts

6/recent/ticker-posts

"শুভ সংঘ আয়োজিত গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।"

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

আজ, ২০ শে জুন, রবিবার কালের কণ্ঠ শুভ সংঘ গোবিন্দগঞ্জ শাখায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গোবিন্দগং পৌরসভার মেয়র জনাব মকিতুর রহমান রবি সকাল ১১ টা ১১ মিনিটে গোবিন্দগং স্টেট কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

গাছ লাগানোর শেষে আলোচনা শুরু হয় of আলোচনা অধিবেশনে উপস্থিত ছিলেন গোবিন্দগং সরকারী কলেজের পরিচালক জনাব বশির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব খালিদ রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভ সংঘের প্রধান বাবুলাল চৌধুরী। কালের কণ্ঠ শপসঙ্গা গোবিন্দগঞ্জের সভাপতিত্বে, উপজেলা শাখার প্রধান তমীদ চৌধুরী, সভাপতিত্ব করেন কালের কাঁথা শোপসঙ্গা উপজেলা, হোময়ন শাখার সাধারণ সম্পাদক আহমদ বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন শুভ সংঘের সহসভাপতি রশিদ তকি রাশো, অর্থমন্ত্রী আয়ুন সুলতান, ক্রীড়ামন্ত্রী সিয়াম সেদিক এবং সদস্য আবেদ সিয়াম, অনুভব চৌধুরী ও করিম আনু মিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ