আর এম হৃদয়
বিকেলটা শেষ হয়ে এসেছে!
সন্ধ্যা হতে নাহি দেরি
দূর হতে যে বন্ধু গুলো এসে ছিলো তারা সবাই ফিরে গেছে গন্তব্যে
আমি একা বসে গৃহকনে
হঠাৎ দেখি চারিদিক অন্ধকার
টাকা দিয়ে কেনা আলোয় আমার কালো ছায়া
ভাবলাম কম মন্দ কপাল নয়!
থাক এসব কথা!
আমি গিয়ে বসলেম অন্য জায়গায়, অন্য বন্ধুদের সাথে।
সবাই নিঃশব্দ, চন্ডালের আনন্দ উৎসব করছে।
তরুন নারকেল বৃক্ষটি আমার দিকে চেয়ে হাসছে!
ও হে নিরুপমা,
আসিলে না যে।
এসেছিলো অনেকে, কিন্তু দেখা মিললো না যে।
বসন্ত যে এসেছে ধরায়।
দেখা হয় নি তবু
হঠাৎ নূপুরের শব্দ, ঝন ঝন আওয়াজ
কি সুন্দর সুভাষ ছরিয়েছে চারিদিক
মনে মনে ভাবলাম,
এই বুঝি দেবী এসেছে!
হ্যাঁ,
সূর্যমুখী তার ডানা মেলে দিয়েছে!
এ যেন এক স্বগীয় অণুভূতি
তা নয়তো কি?
মনে মনে গুন গুন করে গাইছে এ প্রনয়ে!
সত্যই তুমি দেবী
আমার মন ব্যাকুল
রাত্রীখানা শেষ হতে চললো প্রায়
হ্যা,
রাত্রীজাগা স্বপ্নগুলো শেষ হয়ে এসেছে।
আবার দেখা হলে,
বলবো তোমায় সব কথা
এতোটুকু আজ থাক
0 মন্তব্যসমূহ