“বিসমিল্লাহির রাহমানির রাহিম ”
NTRCA এর নিয়োগ বিষয়ে কিছু কথা।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ প্রসংঙ্গে। NTRCA (১-১২তম) সকল নিবন্ধনধারীর প্যানেলভিত্তিক নিয়োগ চাই NTRCA এর নিয়োগ বিষয়ে কিছু কথাঃ ৩য় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হওয়ার পালা প্রায় শেষের দিক।এখানে কিছু দিক বা বিষয় উল্লেখ করা যেতে পারে বলে, আমরা নিবন্ধনধারীরা মনে করি। মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়ে যেমন আমাদের বাংলাদেশের ও বাঙালী জাতির জাতীয় স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ স্বাধীন হলো তাঁহার নেতৃত্বে। আজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা =২০,০০০/ (বিশ হাজার) টাকা করা হয়েছে।প্রত্যেকটি পরিবার আজ স্বাধীনতার সুবর্ণ রজত জয়ন্তীতে আরাম আয়েশে দিন কাটাতে পারছে।আর এ কাজটি বাস্তবায়ন করেছেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে।আপনার মাধ্যমে আশা করবো আমরা যারা NTRCA কর্তৃক ২০০৫ থেকে আজ পর্যন্ত যারা নিবন্ধন সনদপ্রাপ্ত রয়েছি তাদের সকলের ১-১২ তম পর্যন্ত সবার সনদ পত্রে উল্লেখ রয়েছে, He/She is eligible to be appointed as assistant Teacher (Social Science) “বিষয় বিত্তিক” of history at any Junior secondary, Secondary & Higher Secondary School / Madrasah in Bangladesh. আমরা মনে করি উপরোক্ত বিষয়টি আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নিবেন। আপনাকে সকলেই গণতন্ত্রের মা বলে,যদি তাই হয় তাহলে আপনি আমাদের নিবন্ধনধারী শিক্ষকদের নিয়োগের যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের করুন আর্তনাদ জানাই।গণতন্ত্রের মা মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা তো NTRCA কে বলে দিতে পারেন প্রত্যেক নিবন্ধনধারী নিবন্ধিত শিক্ষকদের প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্হা করতে।এখানে আরো একটি বিষয় নজরে নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি ও বিশ্বাস করি,সেটা হলো কোভিড-১৯ টিকাদান কার্ড যেভাবে রেজিষ্ট্রেশন করা হয়েছে,শুধুমাত্র একজন ব্যক্তির NID
নাম্বার ও জন্মতারিখ দিলেই যেমন তাহার সকল তথ্য আপডেট চলে আসে এবং ভেরিফাই হয়ে যায়,ঠিক তেমনিভাবে একজন নিবন্ধিত প্রার্থী থেকে একটি আবেদনের মাধ্যমে নিয়োগ দিতে পারেন ইনশাআল্লাহ। চতুর্থ গণবিজ্ঞপ্তির আগেই প্রথমত যারা ইনডেক্সধারী শিক্ষক নিয়োগকৃত রয়েছে,যাহারা নিজ জেলা থেকে অন্য জেলায় চাকুরী করেন তাদেরকে বদলির ব্যবস্হা চালু করেন।প্রথম থেকে আজ পর্যন্ত যারা আমরা নিবন্ধিত সনদধারী রয়েছি তাদের সকলের চাকুরীর ব্যবস্হা না হওয়া পর্যন্ত NTRCA এর শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন ও নিবন্ধিত পরীক্ষা পদ্ধতি বন্ধ করেন।তাহলেই কেবল নিবন্ধিত শিক্ষকদের চাকুরী হওয়া সম্ভব, মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট আমাদের সকলের আকুল আবেদন যে,আমাদের সনদে একটি অংশে লেখা রয়েছে NTRCA থেকে সনদ প্রাপ্ত হলেই চাকুরী দিতে হবে বলে,যে অংঙ্গীকারের কথা বলা হয়েছে। উক্তবিষয়ে আপনি আপনার মানবীয় দিক বিবেচনা করলে আমরা নিবন্ধিত সনদপ্রাপ্তরাসহ আমাদের পরিবার-পরিজন আপনার নিকট চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকব ইনশাআল্লাহ। তাহলে আর কোনো শিক্ষিত লোকের মাস্টার্স ডিগ্রী অর্জনকারী ব্যক্তির পানের দোকান দিতে হবে না,আর শিক্ষার অবনতি হবে না, বলে আমরা মনে করি।জয় হউক মানবতার,জয় হউক শিক্ষক নিবন্ধিত সনদ প্রাপ্তদের,জয় হউক শিক্ষার ও শিক্ষকদের ✌ হউক আপামর বাঙ্গালী জাতীর।অতএব,মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে সকল নিবন্ধিত সনদ প্রাপ্তদের দাবি আমাদের সকলকে শিক্ষক পদে নিয়োগের বিষয়ে আপনার একান্ত সু-মর্জি কামনা করছি।
বিনীত নিবেদক-
মোঃ আলমগীর হোসেন মাস্টারডিগ্রী(সমাজকর্ম)১১-তমব্যাচ২০১৪
0 মন্তব্যসমূহ