সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপিই বাধা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় না থাকলেও দলটি কোটি কোটি টাকায় লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।
বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বিরুদ্ধে বিএনপি মহাসচিবের বিরূপ মন্তব্যই সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী পদক্ষেপ নেয় তা দেখতে চান তিনি।
কাদের বলেন, “বিএনপি মহাসচিবের কী বিশ্রি মন্তব্য, বিষাক্ত কথা। কী করে বের হয়? দেশের সুষ্ঠু নির্বাচনকে বলে কুত্তা মার্কা নির্বাচন। তিনি কি গাজীপুর, বরিশাল, খুলনা, কক্সবাজারের নির্বাচন দেখেননি? সুষ্ঠু নির্বাচনকে বিএনপি বলে কুত্তা মার্কা নির্বাচন।
“এ শব্দ ব্যবহার করার পর মার্কিন ভিসানীতি এখানে কী করবে- এটা তো সুষ্ঠু নির্বাচনে বাধা। চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে বিএনপি। আজকে যারা বিদেশ থেকে কথা বলছেন, এই ঘটনায় তারা কী ব্যবস্থা নেবে? এটা কি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় নয়? এটা কারা করেছে- বিএনপি ও তার দোসররা।”
তিনি বলেন, “আজকে বাংলাদেশের নির্বাচন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও খেলা চলছে। চক্রান্ত চলছে। কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করছে। ক্ষমতায় না থাকলেও তাদের সে অর্থ আছে। লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
ওবায়দুল কাদের বলেন, “ইউরোপীয় ইউনিয়নের ছয়জন সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যানের চিঠিতে বলা হচ্ছে-বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশটা আমাদের, মাথাব্যথা তাদের। কেউ মনে মনে কলা খাচ্ছে- এই বুঝি নিষেধাজ্ঞা এলো, ভিসা নীতিতে পড়ল আওয়ামী লীগ সরকার। ফখরুল তো দিনের বেলায় স্বপ্ন দেখছে।”
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করবে, গ্রেপ্তার করা হলে বলবেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিনা বিচারে আটক। অভিযোগের অন্ত নেই। চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
0 মন্তব্যসমূহ