Hot Posts

6/recent/ticker-posts

আ.লীগ এখন কেমন নির্বাচন করতে চায় জানালেন রিজভী

 

আওয়ামী লীগ আরেকটি ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।


বৃহস্পতিবার (১৫ জুন) প্রেসক্লাবের সামনে তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে ‘খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় মোবাইল ফোনে যুক্ত থেকে বক্তব্য রাখেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ চায় আরেকটি ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে। আর এ জন্যই বিনা বিচারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। যারা জেলখানায় আছেন, তারা সব মামলায় জামিন পেয়েছেন। কিন্তু আবারও মিথ্যা মামলা দিয়ে তাদের বের হতে দিচ্ছে না। এটি একটি বন্য প্রতিহিংসার চিত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা যতই চাপ দিক খালেদা জিয়ার বিষয়ে আমরা কোনও আপস করবো না। এই দেশে গণতন্ত্র, ভোটের অধিকার, বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে বিদেশিরা যখন সোচ্চার হন, সেটাকে তারা (সরকার) চাপ মনে করেন। তারা খালেদা জিয়াকে বন্দি করে রেখে আবারও প্রহসনের নির্বাচন করতে চায়। স্বৈরশাসন জারি রাখতে চায়।’


রিজভী আরও বলেন, ‘আমরা তো জানি কোনও এক দেশের কাছে আপনারা নতজানু হন। এই দেশের মানুষ, সারা পৃথিবীর সব দেশই জানে, আপনারা কার কাছে নতজানু হন এবং কোন চাপ প্রয়োগ করলে নতজানু হন। সাইফুল আলম নীরব রাজপথে আন্দোলন করার লোক। এ জন্যই আওয়ামী লীগ তাকে বন্দি করে রেখেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। তাকেসহ যেসব নেতাকর্মীকে বন্দি করে রেখেছে, তাদের মুক্তির দাবি জানাই।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ