Hot Posts

6/recent/ticker-posts

বিএনপি কি তারেকের লাঠিয়াল বাহিনী, না রাজনৈতিক দল প্রশ্ন তথ্যমন্ত্রীর।

 


তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি কি শুধু তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে নাকি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে, সেটি নিয়ে আজকে বিএনপির ভাবা উচিত।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাছান মাহমুদ বলেন, ‘তারেক রহমান চান তিনি নিজে যত দিন নির্বাচন করতে পারবেন না, তত দিন বিএনপির কেউ নির্বাচন করতে পারবে না। ইউনিয়ন পরিষদের মেম্বার, সিটি করপোরেশনের কাউন্সিলর বা জাতীয় সংসদ নির্বাচন, কোনোটিই না। এমনকি এমপি নির্বাচিত হলেও শপথ নিতে দেয় না। মির্জা ফখরুল এমপি নির্বাচিত হয়েছিলেন, শপথ নিতে দেয় নাই। আবার দলের অন্যরা সংসদ সদস্য হওয়ার কদিন পর বলে যে সংসদে থাকা যাবে না। বিএনপি নেতা-কর্মীদের কাছে আমার প্রশ্ন, যে দল আপনাদের কোনো নির্বাচন করতে দেয় না, সেই দল কেন করেন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। তবে এই উন্নয়ন-অগ্রগতি আরও বেশি হতে পারত যদি বিএনপি ও তার মিত্ররা দেশে সাংঘর্ষিক রাজনীতি না করত। বিএনপি-জামায়াত ও তাদের মিত্ররা কোনো উন্নয়ন দেখতে পায় না। মির্জা ফখরুল পদ্মা সেতু দিয়ে পার হয়েও ওপারে গিয়ে বলেন দেশে কোনো উন্নয়ন হয় নাই। ফ্লাইওভারের ওপর দিয়ে গিয়ে বলেন দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছুই দেখতে পাচ্ছি না।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ৫৬০টি নতুন মসজিদ বানান আর বিএনপি ৫০০ জায়গায় একযোগে বোমা ফাটায়। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেন আর বিএনপি বিদ্যুৎকেন্দ্র জ্বালিয়ে দেয়। জননেত্রী শেখ হাসিনা স্কুলের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দেন, আর বিএনপি ৫০০ স্কুলঘর একসঙ্গে পুড়িয়ে দেয়। আবার যখন জঙ্গি ধরা হলো, তখন বলে দেশে কোনো জঙ্গি নাই।

বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মানুষের কাছে যায় না, তারা প্রতিদিন কোনো না কোনো দূতাবাসে ঘুরে বেড়ায়। এখন তারা চুপসে গেছে। চেহারা সব মলিন। কারণ বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে দেখতে পেল যে তারা পরীক্ষায় পাস করে নাই, ফেল করেছে। যারা অপরাজনীতি করে, তাদের সাথে কেউ থাকতে পারে না, সে কারণে আজকে বিএনপির এই দশা।’

বাংলাদেশ চলচ্চিত্র লীগের জ্যেষ্ঠ উপদেষ্টা মিয়া আলাউদ্দিনের সভাপতিত্বে ও চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, চলচ্চিত্র লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, চলচ্চিত্র লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু, সহসভাপতি দিলারা ইয়াসমিন, পরিচালক এস এ হক অলীক, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা দেবু প্রমুখ সভায় বক্তব্য দেন। এ ছাড়া বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী, পরিচালক, প্রযোজক, পরিবেশকেরা সভায় যোগ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ