ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ঘুম থেকে ডেকে তুলে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় জড়িত ছয় ছাত্রলীগ কর্মীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির সই করা এক আদেশে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র মাসফিউর রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের শফিউল্লাহ সুমন, গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাঈমুর রাশিদ, ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাব্বির আল হাসান কাইয়ুম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফিরোজ আলম অপি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ।
এরা প্রত্যেকে হল শাখা ছাত্রলীগের কর্মী। তারা বিজয় একাত্তর হল শাখার সভাপতি সজিবুর রহমান সজীব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।
বহিষ্কারের আদেশে বলা হয়, ২৬ মার্চ সকাল ৮টা ২০ মিনিটে বিজয় একাত্তর হলের ‘পদ্মা ২০১০’ নম্বর রুমের দুই আবাসিক শিক্ষার্থী- মো. আখলাকুজ্জামান অনিক (মাস্টার্স, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ) এবং মো. রাজীব আহমেদের (মাস্টার্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স) ওপর নৃশংস হামলা ও মাথায় আঘাতের অভিযোগ করা হয়।
এ ঘটনা তদন্তে করা হয় পাঁচ সদস্যের একটি কমিটি। এরপর কমিটি হামলার সঙ্গে ছয়জনের সংশ্লিষ্টতার প্রমাণ পায়। যা বিশ্ববিদ্যালয়, তথা হলের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড ও শৃঙ্খলা পরিপন্থী। ফলে তদন্ত কমিটির সুপারিশে অভিযুক্ত শিক্ষার্থীদের বিজয় একাত্তর হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। যা কার্যকর হবে ৩ এপ্রিল থেকে।
0 মন্তব্যসমূহ