দৈনিক পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার কথাও বলেন প্রধানমন্ত্রী।
"কিছুদিন আগে বেগুনের দাম ১১০ টাকার ওপরে উঠেছিল। এখন তা কমে দাঁড়িয়েছে ৮০ টাকায়। বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য সেটা দিয়ে খেলেই হয়। সেটাই আমরা খাই। বেগুনের পরিবর্তে, মিষ্টি কুমড়া দিয়ে খুব ভাল বেগুনি তৈরি করা যেতে পারে। আমরা সেভাবেই করি। এভাবেও করা যায়।
বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের তার বক্তব্যে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
0 মন্তব্যসমূহ