সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু সরকার তা মানছে না। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। সরকারি দলের নেতারা বলছেন, 'পণ্যের দাম কমছে, মানুষের আয় বেড়েছে।
জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আগে শনিবার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে জিএম কাদের এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মানুষের দুর্ভোগ দেখতে বাজারে যেতে হবে না, টিসিবির ট্রাকের লাইন দেখে। টিসিবির পণ্য ফুরিয়ে গেলেও মানুষের লাইন শেষ হচ্ছে না। অনেকে সারা দিন লাইনে দাঁড়িয়ে মাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যান। সরকার জনগণের প্রতি অবিচার করছে।
জিএম কাদের বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কষাঘাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দুই কোটি পরিবারকে রেশন কার্ড দিতে হবে। রমজানের শুরুতে নিত্যপণ্যের দামের কারণে মানুষের মাঝে হাহাকার উঠেছে। টিসিবি দিয়ে অবস্থা মোকাবেলা সম্ভব নয়। পাঁচ ছয় কোটি মানুষের রেশন জরুরি।
তিনি আরও বলেন, মানুষের জন্য সরকারের দরদ আছে বলে মনে হচ্ছে না। সরকার কাজ করছে দলীয় নেতাকর্মীদের রক্ষায়। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু মানুষের কষ্ট দূর করতে কিছু করছে না।
যুব সংহতির আহবায়ক এইচ এম শাহরিয়ার আসিফ এর সভাপতিত্বে বক্তৃতা করেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
0 মন্তব্যসমূহ