রাজধানীর খিলক্ষেত উড়ালসড়কে (ফ্লাইওভার) দুর্ঘটনায় বেসরকারি নর্থসাউথ ইউনিভার্সটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (১ এপ্রিল) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, মিম স্কুটি চালাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, বাস-ট্রাক কিংবা অন্য কোনো গাড়ি মিমের স্কুটিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
0 মন্তব্যসমূহ