Hot Posts

6/recent/ticker-posts

দেশে খাদ্য সংকট নেই,বিএনপি কোরাস গেয়ে চলেছে যা বললেন,কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে খাদ্যের অভাব নেই, না খেয়ে একজন মানুষও নেই। 


তবে বিএনপির একদল নেতা সারাদিন শুধু টেলিভিশন ও খবরের কাগজে খাদ্য সংকটের সুর গাইছেন, যা দেখে মনে হচ্ছে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ না খেয়ে মরছে। কিছু বুদ্ধিজীবী এবং সুশীল সমাজও এই কোরাস দিয়ে একটি কোরাস আঘাত করেছে।


 বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর ও ঘিওর উপজেলার বৃধন ৮৯ ও ৯২ নম্বর বীজ উৎপাদন মাঠ পরিদর্শনকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কোরাস গাওয়ার আগে কৃষিমন্ত্রী বিএনপি ও সুশীল সমাজকে ২০০১-০৬ সময়কালের দিকে ফিরে তাকানোর আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়া-তারেক রহমানরা যখন ক্ষমতায় ছিলেন, তখন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত মানুষ প্রতিদিন না খেয়ে চলে যেত, প্রতিবছর মঙ্গায় শত শত মানুষ না খেয়ে মারা যেত। 


সেই সময় সংবাদপত্রের পাতা উল্টে দেখা গেল, ক্ষুধা ও খাদ্যের জন্য মৃত্যুর খবর। অন্যদিকে গত ১৩ বছরে আওয়ামী লীগের শাসনামলে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ