আগামী ১০ এপ্রিল ২০২২, রবিবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব
জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া এভিনিউ) বিকাল ৪ টায় গণভবনের উদ্দেশ্যে হেটে যাত্রা শুরু করব
আমার দাবি:
১. ১০ই এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে "প্রজাতন্ত্র দিবস" ঘোষণা করতে হবে I
২. ৩রা নভেম্বর' জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম , অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।
এটা একান্তই আমার নিজের উদ্যোগ I আপনারা কেও যোগ দিতে চাইলে আসতে পারেন আর না আসলে আমি একাই যাব- জয় বাংলা
0 মন্তব্যসমূহ