Hot Posts

6/recent/ticker-posts

ইনডেক্স ধারী শিক্ষকদের কিছু প্রশ্ন এবং উত্তর

প্রশ্নঃ ১। আমাদের ইনডেক্স থাকবে না থাকবে না?

উত্তরঃ আপনারা যদি সমপদে এবং সমস্কেলে নিয়োগ পেয়ে থাকেন তবে আপনাদের ইনডেক্স বহাল থাকবে অন্যথায় নয়।

প্রশ্নঃ ২। আমরা কিভাবে বদলী হব এবং কোন পদ্ধতিতে?

উত্তরঃ ক)বিদ্যালয় থেকে বিদ্যালয় বদলীর ক্ষেত্রেঃ

প্রথমে পূর্বের বিদ্যালয় থেকে রিলিজ নিতে হবে। আপনি পূর্বের বিদ্যালয়ে পদত্যাগ পত্র দিলে প্রতিষ্ঠান প্রধান আপনাকে ছাড়পত্র দিবে। এরপর আপনি EMIS এ প্রবেশ করে পূর্ব্ববর্তী বিদ্যালয়ের ID এবং PASSWORD দিয়ে LOG IN করবেন। এরপর INDEX DELETE/ RELEASE অপশনে ঢুকবেন। এখানে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করবেন। এতে যে কাগজপত্র লাগবে-১।প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র ২। শিক্ষক কর্মচারী তথ্য বিবরনী ৩। প্রতিষ্ঠানের শেষ MPO কপি ৪। পদত্যাগ পত্র/ছাড়পত্র ৫। নন ড্রয়াল ব্যাংক সনদ ৬। ম্যানেজিং কমিটির শেষ স্বীকৃতি ৭। পদত্যাগ/ছাড়পত্রের রেজুলেশন ৮। প্রতিষ্ঠানের শেষ স্বীকৃতি ৯। NTRCA এর সুপারিশ পত্র

রিলিজ সম্পন্ন হলে আপনার নতুন বিদ্যালয়ের EMIS এ আপনার TRANSFER হওয়ার কাজ শুরু হবে। আপনাকে নতুন বিদ্যালয়ের EMIS এ প্রবেশ করে নতুন বিদ্যালয়ের ID এবং PASSWORD দিয়ে LOG IN করবেন। এরপর APPLICATION LIST(ARCHIVE) অপ্সহনে আপনার TRANSFER ফাইলটি পাবেন। ওখানে ক্লিক করলে আপনার যাবতীয় তথ্য দিতে হবে। এতে যে কাগজপত্র লাগবে-১।প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র ২। শিক্ষক কর্মচারী তথ্য বিবরনী ৩। শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং অনার্স অথবা ডিগ্রীর মার্কশীট ৪। পেশাগত সনদ(২ বিদ্যালয়ের) ৫। অভিজ্ঞতার সনদ(২ বিদ্যালয়ের) ৬। যোগদান পত্র ৭। নিয়োগপত্র ৮। ছাড়পত্র/পদত্যাগ পত্র(আপনার এবং ঐ পদে যে ছিল সেই শিক্ষকের) ৯। ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ ও সনদ ১০। শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীর তথ্য ১১। শিক্ষার্থীর তথ্য(আপনি যদি মূল প্যাটার্ণ ছাড়া অন্য বিষয়ে নিয়োগ পেয়ে থাকেন) ১২। লাইব্রেরী তথ্য ১৩। ল্যাবরটরী তথ্য ১৪। নন ড্রয়াল ব্যাংক সনদ(আপনার এবং ঐ পদে যে ছিল সেই শিক্ষকের) ১৫। বিষয় অনুমোদনের স্বীকৃতি (কৃষি, বিজ্ঞান,ধর্ম,কম্পিউটার,বাণিজ্য) ১৬। রেজুলেশন( ১। শূণ্যপদ ঘোষণা ২। NTRCA তে শূণ্যপদের বিজ্ঞপ্তি ৩। নিয়োগ অনুমোদন ৪। যোগদান অনুমোদন ) ১৭। পত্রিকার বিজ্ঞপ্তি ১৮। NTRCA এর মেরিট লিস্ট এর তথ্য এর কপি ১৯। MPO কপি( ১। আপনার ১ম ও শেষ MPO কপি, বিএড MPO কপি ২। বর্তমান প্রতিষ্ঠানের ১ম ও শেষ MPO কপি) ২০। NTRCA সুপারিশ পত্র ২১। বিদ্যালয় কর্তৃক NTRCA তে আবেদন কপি ২২। বিদ্যালয়ের শূণ্যপদের তথ্য এর কপি( NTRCA এর WEBSITE হতে)

আপনার আবেদন সম্পন্ন হলে বর্তমান বিদ্যালয়ে MPO ভুক্ত হবেন।

 

খ)মাদ্রাসা থেকে বিদ্যালয়ে বদলীর ক্ষেত্রেঃ

১ম ধাপঃ আপনাকে একটি নির্দিষ্ট ছকে info.mpo.dshe@gmail.com এই মেইল ঠিকানায় একটি মেইল করতে হবে। মাউশি থেকে ১ অথবা ২ দিনের মধ্যে ফিরতি মেইলে আপনার RELEASE এর তথ্য দিয়ে দেবে এবং আপনাকে TRANSFER এর আবেদন করতে বলবে।

২য় ধাপঃ পূর্বের মত TRANSFER অপশন ব্যবহার করে বদলী ও MPO আবেদন সম্পন্ন করবেন।

গ) মাদ্রাসা থেকে মাদ্রাসা বদলীর ক্ষেত্রেঃ পদ্ধতি ও কাগজ পত্র একই লাগবে। আবেদন করবেন MEMIS এ।

 

প্রশ্নঃ ৩। আমার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন হবে কিনা?

উত্তরঃ আপনার বর্তমান এবং পূর্বের বিদ্যালয়ের ব্যাংক যদি একই হয় অথবা ব্যাংকের নাম একই কিন্তু শাখা আলাদা তবে শুধু আপনার অ্যাকাউন্টটি ট্রান্সফার করলেই হবে। আর যদি ব্যাংক আলাদা হয় তবে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

 

বিঃ দ্রঃ ১। কখনোই INDEX কর্তন করবেন না।

২। দুটি আবেদন(RELEASE AND TRANSFER) একই সাথে হবেনা ,করবেনও না।

অল্পের ভিতর বোঝানোর চেষ্টা করলাম। ভুল হলে ক্ষমা করবেন। প্রয়োজনে এবং যেকোন নমুনা কপির জন্য যোগাযোগ করতে পারবেন-০১৭২৪৫৯৭০০৯,০১৬৪৪০৩০৬৬৬।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ