Hot Posts

6/recent/ticker-posts

নিবন্ধনধারী বেকারের কি হবে ?

ভাই এখানে প্রায় সবাই ই বেকার। প্রত্যেকের অনেক আশা ছিলো এই তৃতীয় গণবিজ্ঞপ্তি তে একটা সুপারিশ পাবে। কিন্তু প্রায় বেশিরভাগই সুপারিশ পায় নি। এখানে, যারা Apply করেছেন প্রত্যেকে একটা চাকুরী Deserve করে। অনেকে অনেক টাকা দিয়ে আবেদন করে। কিন্তু কাঙ্খিত প্রতিষ্ঠান তো দূরের কথা একটা প্রতিষ্ঠানেও সুপারিশ পায় নাই। এক্ষেত্রে সেই নিবন্ধনধারী বেকারের কি হবে? সে কি বছরের পর বছর এভাবেই থেকে যাবে? পরীক্ষার তিনটা ধাপে উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী নিবন্ধনধারী হিসেবে সনদ পায়। যদি সনদ ই পায় তাহলে তাকে চাকরি দেয়ার দায়িত্ব টা কি NTRCA এর উপর বর্তায় না? এই দাবী টা কি অন্যায়? যদি প্রাপ্ত নম্বর কম ই থাকে তাহলে তাকে সনদ দেয়ার মানে টা কি? কেনো দেয়া হলো? যদি তাকে সুপারিশ এর ব্যাবস্থাই করা না যায়? আর একেক টা গণ বিজ্ঞপ্তি যায় একেকজন বেকারের পকেট থেকে হাজার হাজার টাকা বের হয়ে যায়। কিন্তু সুপারিশ আর পায় না। এই ব্যাপারটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? NTRCA নিজে থেকে Merit এর উপর ভিত্তি করে নিয়োগ দিয়ে দিলে এ সমস্যা অবশ্যই সমাধান হবে। এবং সবাই ই চাকুরী পাবে ইনশাআল্লাহ।

আমার মনে হয় সবাই যদি এই ব্যাপারে এগিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ যোগ্য ব্যাক্তিরা ই নিয়োগ পাবে। এবং শিক্ষার মান অনেক উন্নত হবে। আল্লাহ সকলের মঙ্গল করুন। আমীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ