বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও জনগণের কল্যাণে কাজ করে নিজের যোগ্যতায় বিশ্বনেত্রী হয়েছেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পৌর এলাকার মসজিদ রোডের এ মালেক কনভেনশন সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আবুল কালাম আজাদও বলেন, আজকের সমাবেশে আপনারা ভুল তথ্য থেকে মুক্তি দাবি করেছেন। এবং আমি এর সাথে যোগ করব, আমরা ভুল-সংস্কৃতি, ভুল সাংবাদিকতা বন্ধ করার ভুল-রাজনীতি থেকে মুক্তি পেতে চাই। ভুল তথ্য বন্ধে প্রকৃত সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হবে।
কোনোভাবেই মাথা বিক্রি করা যাবে না। স্বাধীনতার শক্তির বাইরে যাওয়া যাবে না। স্বাধীনতাবিরোধী শক্তিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না।
তিনি বলেন, বঙ্গবন্ধু মহাপুরুষ। শেখ হাসিনা মহাশক্তি। তিনি অপশক্তিকে নিভৃত করে, স্থিতিশীলতা বজায় রেখে বাংলাদেশকে উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন, যা অতুলনীয়, অপূর্ব। সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যাচ্ছেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে তার বক্তব্যে তিনি বলেন, এই জেলায় মুক্তচিন্তার মানুষের সমাবেশ দেখি। আবার হেফাজতকারীদের দেখি প্রেসক্লাবে তাণ্ডব চালাতে। এতে মনে কষ্ট ও দুঃখ পেয়ে থাকি।
0 মন্তব্যসমূহ