Hot Posts

6/recent/ticker-posts

রাজনীতিতে যেকোনও সময় নতুন মেরুকরণ: জাতীয় পার্টি

 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, 'আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো সময় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে।  আর বরাবরের মতো এবারও জাতীয় পার্টির রাজনৈতিক সিদ্ধান্তই হবে আগামী জাতীয় নির্বাচনের তুরুপের তাস।  অতীতে জাতীয় পার্টি ছাড়া কোনো দল ক্ষমতায় আসতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।


 বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা-৪ কদমাতলী থানার বউবাজারে ৫৩ ও ৫৮ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক সভায় বাবলা এসব কথা বলেন।


বাবলা বলেন, "জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছেন, জাতীয় পার্টির লাখো নেতা-কর্মীর পাশাপাশি দেশের অগণিত জনগণ সেই লড়াইয়ে কাদেরের সহযোগী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ