নিজস্ব প্রতিবেদক,ঢাকা,২৮/০৬/২০২১ ইং।
১-১২ তম নিবন্ধনধারীদের হাইকোর্টের মামলার রায় আজ বেলা ১১.০০ টার সময় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে খারিজ হয়েছে বা despose of হয়েছে বলে জানা গেছে।এই খারিজ হওয়ার ফলে ১-১২ তমরা যে রায় হাইকোর্ট থেকে একক নিয়োগের জন্য এনেছিলেন তা বাতিল হয়েছে।এখন গনবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের জন্য আর কোন বাধা নেই। ইতোপূর্বে তারা এনটিআরসিএ এর বিরুদ্ধে প্রায় ২৫০০ জন একক নিয়োগের রায় এনেছিলেন এবং হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে নিয়োগের জন্য সুপারিশ করেছিল কিন্তু এনটিআরসিএ বিষয়টি আপিল বিভাগে নিষ্পত্তির জন্য আপিল করে। এনটিআরসিএ এর একাধিক কর্মকর্তা এ বিষয়ে বলেন , রেজাল্ট প্রকাশে এখন আর বাধা না থাকায় যে কোন সময় রেজাল্ট প্রকাশ হতে পারে এমন কি আজ রাতেও রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এদিকে গনবিজ্ঞপ্তিতে আবেদনকারীরা এ সংবাদ পেয়ে ব্যাপক আশাবাদী যে আজ রাতেই রেজাল্ট প্রকাশ করবে।
0 মন্তব্যসমূহ