ত্ব-হা আদনানকে ডিবি অফিসে স্থানান্তর করা হয়েছে

ইসলাম ডেস্ক: রংপুরের বিখ্যাত ইসলামিক স্পিকার আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে। শুক্রবার সকাল ১১ টায় তিনি রংপুর শহরের মাস্টারপাড়াতে তার শ্বশুর বাড়িতে ফিরেছেন বলে জানতে পেরেছিলেন। তাকে রংপুর ডিপি পুলিশ অফিসে নিয়ে যাওয়া হয়।

রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল রশিদ জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও নিখোঁজ আরও তিনজনও দেশে ফিরেছেন। তাদেরও থানায় নেওয়া হয়েছিল। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আবু তাহা ও তার দুই সহযোগী আবদুল আল মুহিত, মুহাম্মদ ফেয়ারুজ ও চালক আমির আল-দীনকে ১০ জুনের রাত থেকে পাওয়া যায়নি।

0/Post a Comment/Comments

Stay Conneted