স্থানীয় প্রতিবেদন, প্রতিনিধি, টাঙ্গাইল::২২/০৬/২০২১ ইং।
চলমান লকডাউনে টাঙ্গাইলের জনজীবনে স্থবিরতা বিরাজ করছে,জনদূর্ভোগ চরমে পৌঁছে গেছে।কোভিড -১৯ এর তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ঢাকাকে সব জেলা থেকে বিচ্ছিন্ন করতে এ লকডাউন জারি করা হয়েছে।
টাঙ্গাইলে লকডাউনে চরম দুর্ভোগে পড়েছে । টাঙ্গাইল যেহেতু উত্তর বঙ্গের সাথে ঢাকার যোগাযোগে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি তাই এখানে আরো বেশি কঠিন আইনের আওতায় আনা হয়েছে।স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে যে তারা কোথায় যেতে পারছে না আবার যারা দূর দূরান্তে আটকে আছে তারাও বাড়ী ফিরতে পারছে না। ব্যবসায়ীরা তাদের মালামাল নিজ শহরে পৌঁছাতে পারছে না। কৃষি কাজ না থাকায় দিন মজুর ও দরিদ্র শ্রেণীর লোকজনদের না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। সাইদুল ইসলাম (৫৫) বলেন,”আমরা দিন আনি দিন খাই একদিন কাজ না করতে পারলে পাঁচ জনের সংসারে সবাইকে না খেয়ে থাকতে হয়,ঘরে উপযুক্ত মেয়ে বিয়ে দিতে পারছি না এমতাবস্থায় এ লকডাউনে কেমনে বাচমু’ আরো কয়েকজন হোটেল মালিক, হোটেল কর্মচারী,দোকানি ও রাজমিস্ত্রীর সাথে কথা বলে জানা যায় তারা চরম দুর্ভোগে দিনাতিপাত করছে তাদের দেখার কেউ নেই।
0 মন্তব্যসমূহ