Hot Posts

6/recent/ticker-posts

গনতান্ত্রিক দেশে সগৌরবে বলা হয়ে থাকে যে যার যা ইচ্ছে

৯০ পার্সেন্ট কি তাহলে নামধারী মুসলিম দেশ? একজন নও মুসলিম কে প্রকাশ্যে হত্যা ও জিজ্ঞাসা!
সম্পাদকীয় কলাম:২১/০৬/২০২১ ইং।

গত দু-তিন ধরে যে ঘটনাটা সবচেয়ে আলোচিত ও সমালোচিত সেটা হলো পাহাড়ে একজন নও মুসলিম কে প্রকাশ্যে ক্রসফায়ার করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গনতান্ত্রিক দেশে সগৌরবে বলা হয়ে থাকে যে যার মা ইচ্ছে সে সেই ধর্মই পালন করবে! তাহলে এটাই কি ধর্মীয় স্বাধীনতার নমুনা? হ্যাঁ, আমাদের দেশে ৯০% মুসলমানদের বসবাস কিন্তু সত্যিই কি তাহলে দাবী করতে পারি? নও মুসলিম ওমর ফারুক কে প্রকাশ্যে ক্রস ফায়ার করলো কে বা কারা এটা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট! পাহাড় ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির প্রচেষ্টা কি তাহলে ব্যর্থ? সন্তু লারমা সমর্থিত এই যে সন্ত্রাসীদের অভয়ারণ্য এটা কি তাহলে ছিয়ানব্বই এর চুক্তির সাথে সাংঘর্ষিক নয়?

ওমর ফারুকের অপরাধ কি? তার অপরাধ ছিল ইসলাম ধর্ম গ্রহণ করা ও ইসলাম ধর্ম প্রচার করা! এটাই কি খুন হওয়ার কারন নয়। একজন ব্যক্তি কি করবে কি করবে না এটা কি তাহলে সন্তু লারমার লোকেরা ঠিক করে দিবে? তাহলে প্রশ্ন উঠতে পারে পাহাড় কি বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে নেই? অথবা সন্তু লারমার লোকেরা যা ইচ্ছে তাই করতে পারে?
আর মেইনস্ট্রিম পত্রিকাগুলো কি এটা নিয়ে নিউজ করেছে দু-একটি ছাড়া?
ঢাকায় আমরা দেখেছি নও মুসলিম কে কতো সুন্দর করে বরণ করে নিতে কিন্তু পাহাড়ে তাদের জন্য কি করেছি?
এটা কি তাহলে তথাকথিত ৯০% মুসলিম দেশ,এটা প্রশ্ন উঠতেই পারে।এর আগেও সন্তু লারমার নামে টুরিস্টদের নানা ধরনের অভিযোগ আছে তাহলে তাদের কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না? ওখানকার দায়িত্বরত অনেক কর্মকর্তারা জানান আমাদের আসলে হাত পা বেঁধে এখানে পাঠিয়ে দেয়া হয়েছে, ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারি না। আমাদের প্রশ্ন হলো কেন তাদেরকে নানান বিধিনিষেধের মধ্যে ফেলে হস্তোক্ষেপ করবে? যে অন্যায় করবে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে নচেৎ এমন ঘটনা ভবিষ্যতে দেশকে হুমকির মুখে ফেলে দিবে বলে মনে করি।
আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরই সাথে প্রকাশ্যে ক্রসফায়ারকারীদের বিচার চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ