তাঁর নাম যদি ওমর ফারুক না হয়ে আগের নাম পূর্ণচন্দ্র ত্রিপুরা কিম্বা পূর্ণচন্দ্র গোমস থাকতো, তাহলে বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলো এই হত্যাকাণ্ডের বিচার দাবীতে সোচ্চার হতো! কিন্তু আফসোস আজ সে মুসলমান বলে এমন অবস্থা! আমরা তার হত্যাকারীদের বিচার চাই। তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
0 মন্তব্যসমূহ