নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনান ও মুহিত উদ্ধার

যে আদনান ভাইকে শুধুমাত্র কিছু অনলাইন এক্টিভিস্ট চিনতো,সেই আদনান ভাইয়ের দাওয়াত আজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণকে প্রকম্পিত করেছে। ইনশাআল্লাহ,এ অবস্থাতেই তিনি মুক্তি পেয়েছেন! আর এটাই জালিমদের বিপরীতে আল্লাহর কৌশল। আলহামদুলিল্লাহ!
নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও মুহিত উদ্ধার।
স্থানীয় এক টিভি চ্যানেলকে জানিয়েছে তার পরিবার।

0/Post a Comment/Comments

Stay Conneted