Hot Posts

6/recent/ticker-posts

রাস্তার উন্নয়নের কাজে অনাকাঙ্ক্ষিত পদ্ধতি প্রয়োগ

স্টাফ রিপোর্টার
মো: মুনায়েম হোসন রাসেল

বহুদিন ধরে নাটোরের গুরুদাসপুর থানার সংলগ্ন নাজিরপুর টু মৌখাড়া বাজারের রাস্তার
কাজ চলছে।
কাজের ধারাবাহিকতা না থাকায় ভুক্ত ভুগি সাধারন জনগন। তবে আবারো কাজ শুরু
করেছেন দায়িত্বশীল গন।
কিন্তু কাজের ধরন দেখে নানা অভিমত প্রকাশ
করছেন সাধারন জনগন।
বাজেট হিসাবে কাজ হওয়ার কথা ছিল আরো
দিগুন উন্নত ভাবে অথচ হচ্ছে বিপরীত।
রাস্তার পুরোন ঢালাই কোন রকম, শ্রমিক কোদালি দিয়ে ভেঙ্গে দুর্মোচ করছে মেশিন যা ছবিতেই দেখতে পাচ্ছেন।
নাজিরপুর ও মৌখাড়া অনেক গুরুত্ব পুর্ন বাজার
তাই যানবাহের প্রবণতা বেশি
অথচ পুরো রাস্তা ভেঙ্গে কাজ করা হচ্ছে।
প্রয়োজন ছিল যে কোন এক সাইডে কাজ করা।
জনগনের একটাই আশা টিকসই মজবুত ভাবে
রাস্তার কাজ হোক যাতে ২/৫ বছরের কম
সময়ে রাস্তার দুর্ভোগ আমাদের স্পর্শ করতে না
পারে।

দৈনিক লোককথা ডটকম
Downiklokkotha.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ