Hot Posts

6/recent/ticker-posts

গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব পুনর্গঠনের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব পুনর্গঠনের দাবীতে উপজেলায় কর্মরত স্থায়ী বাসিন্দা সাংবাদিকরা মানববন্ধন করেছে। শনিবার বেলা ১১টা থেকে থানা মোড় চারমাথায় প্রেস ক্লাব পুনর্গঠন সমন্বয় কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্লাবের গঠনতন্ত্র উপেক্ষা করে এবং রাজনৈতিক হস্তক্ষেপে প্রেস ক্লাব কুক্ষিগত করার প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব সমন্বয় কমিটির সদস্য সচিব সাংবাদিক রাসেল কবির বলেন, গত ২০মে হঠাৎ করেই ক্লাবের সাধারণ সদস্যদের অবহিত না করেই রাজনৈতিক মদদে ক্লাবের সভাপতি সম্পাদক ঘোষণা করা হয়। যা ক্লাবের গঠনতন্ত্র বিরোধী। ক্লাবের ২৭ জন সাধারণ সদস্য মধ্যে ১৮ জনই অনৈতিক এই সিন্ধান্তের বিরুদ্ধে। তিনি আরো জানান, উপজেলা কর্মরত সাংবাদিকরা প্রেস ক্লাবের সদস্য হতে ইচ্ছুক। গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব পুনর্গঠনের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে উপজেলার সর্বস্তরের রাজনৈতিক, প্রশাসনিক এবং সূধীজনের সাথে লাগাতার মতবিনিময় করা হয়েছে। কিন্তু অদৃশ্য রাজনৈতিক শক্তির হস্তক্ষেপে ক্লাব পুনর্গঠনের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব সমন্বয় কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক খোকন আহম্মেদ বলেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকদের মিলন কেন্দ্র। কিন্তু রাজনৈতিক আর্শীবাদ পুষ্ট হয়ে এখন ক্লাবে সাধারণ সদস্যদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তিনি আরো জানান, আগামী তিন দিনের মধ্যে ক্লাব পুনর্গঠনে উদ্যোগ না নেওয়া হলে ২৩ জুন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সভা করে ক্লাব পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক শাহ আলম সরকার , সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক উজ্জ্বল হক প্রধান, সাংবাদিক ডিপটি প্রধান, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক জীবু রায়, সাংবাদিক তারাজুল ইসলাম, সাংবাদিক মানিক সাহা প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ মে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুসারে সাধারণ সভা না করেই কোরাম সংকট থাকা সত্বেও শুধুমাত্র রাজনৈতিক হস্তক্ষেপে ক্লাবের দ্বিবার্ষিক নির্বাহী কমিটির সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করা হয়। ক্লাবের ২৭ জন সদস্যের মধ্যে ১৮ জন বৈধ সদস্যই রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধীতা করে নিয়মতান্ত্রিক ভাবে ক্লাব পুনর্গঠনের দাবী জানাচ্ছে। তাদের এই দাবীর সাথে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক ঐক্যবন্ধ হয়ে এক সাথে নিয়মতান্ত্রিক আন্দোলন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ