আরব সাগরে ইসরাইলি জাহাজে হামলা, দুইজন নিহত
ইসরায়েলের একটি তেলবাহী ট্যাঙ্কারের ওপর প্রাণঘাতী হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। ইসরাইল ইরানকে দায়ী করেছে।
বৃহস্পতিবার রাতে আরব সাগরে ইসরায়েলি জাহাজ এমভি মার্সেল স্ট্রিটে হামলা হয়। লন্ডন ভিত্তিক জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত জাহাজটি ইসরাইলি কোম্পানি ইয়েল অফের মালিকানাধীন। নিহত নাবিকদের একজন ব্রিটিশ নাগরিক এবং অপরজন রোমানিয়ান।
তবে এই হামলার জন্য ইসরাইল সরাসরি ইরানকে দায়ী করেছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড শুক্রবারের হামলাকে ইরানের ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বকে এই বিষয়ে চুপ থাকা উচিত নয়। তবে ইরান এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জাহাজটি পরিচালনাকারী জোডিয়াক মেরিটাইম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওমানের উত্তর -পূর্বের মাসিরাহ দ্বীপে একটি হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। বিষয়টি তদন্তাধীন, এবং বিস্তারিত পরে জানানো হবে। ওমানের রাজধানী মাস্কাটের সামনে দুপুরের কিছু পরে বোমারু হামলা চালায়।
ইসরাইলি জাহাজ ডুবে যাওয়ার ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন দেশটি ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিষয়ে উত্তেজনায় জর্জরিত।
গত এপ্রিলে ইরানের নাটানজ পারমাণবিক কারখানায় রহস্যজনক বিস্ফোরণ ঘটে। ইরান একে নাশকতা বলে। তারা হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে।
ইরান ও ইসরাইলের মধ্যে দীর্ঘ, অঘোষিত ছায়া যুদ্ধ এখন চলছে।
সূত্র: বিবিসি।
0 মন্তব্যসমূহ