শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং কর্পোরেশন (বিএসটিআই) শূন্যপদ পূরণের জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিএসটিআই 90 জনকে 16 পদে নিয়োগ দেবে।
পদের নাম: ডকুমেন্ট কন্ট্রোল অফিসার। পদ সংখ্যা: 01. বেতন স্কেল: 22000-53.060 টাকা।
পদের নাম: অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা। পদ সংখ্যা: 02. বেতন স্কেল: 22000-53.060 টাকা।
পদের নাম: সহকারী পরিচালক (অ্যাকাউন্টস এবং অভ্যন্তরীণ নিরীক্ষা)। পদ সংখ্যা: 01. বেতন স্কেল: 22000-53.060 টাকা।
পদের নাম: পরীক্ষক (রসায়ন)। পদ সংখ্যা: 16. বেতন স্কেল: 22,000-53.060 টাকা।
পদের নাম: পরীক্ষক (সিভিল ইঞ্জিনিয়ারিং, উপকরণ) পদ সংখ্যা: 08. বেতন স্কেল: 22,000-53.060।
পদের নাম: পরীক্ষক (বৈদ্যুতিন, ইলেকট্রনিক্স) পদ সংখ্যা: 04. বেতন স্কেল: 22,000-53.060।
পদের নাম: পরীক্ষক (টেক্সটাইল)। পদ সংখ্যা: 03. বেতন স্কেল: 22,000-53.060।
পদের নাম: পরীক্ষক (মেট্রোলজিস্ট) পদ সংখ্যা: 02. বেতন স্কেল: 22000-53.060 টাকা।
পদের নাম: পরীক্ষক (স্ট্যান্ডার্ড), কৃষি ও খাদ্য। পদ সংখ্যা: 01. বেতন স্কেল: 22000-53.060 টাকা।
পদের নাম: পরীক্ষক (মান), রসায়ন। পদ সংখ্যা: 01. বেতন স্কেল: 22000-53.060 টাকা।
পদের নাম: পরীক্ষক (স্ট্যান্ডার্ড), ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স এবং টেকনিশিয়ান। পদ সংখ্যা: 02. বেতন স্কেল: 22000-53.060 টাকা।
পদের নাম: পরীক্ষক (স্ট্যান্ডার্ড), সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। পদ সংখ্যা: 02. বেতন স্কেল: 22000-53.060 টাকা।
পদের নাম: মাঠ কর্মকর্তা (শংসাপত্রের নম্বর) পদ সংখ্যা: 20. বেতন স্কেল: 22,000-53.060।
পদের নাম: পরিদর্শক (মেট্রোলজি)। পদ সংখ্যা: 25. বেতন স্কেল: 22,000-53.060।
পদের নাম: সহকারী আইনী কর্মকর্তা, প্রশাসন শাখা পদ সংখ্যা: 01. বেতন স্কেল: 12,500 – 30,230 টাকা।
পদের নাম: অফিস সহকারী। পদ সংখ্যা: 03. বেতন স্কেল: 8,250-20,010।
নিবন্ধকরণের সময়সীমা
আবেদন করা যাবে 5 জুলাই পর্যন্ত।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা bsti.teletalk.com.bd এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
- https://www.prothomalo.com/chakri/employment/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AE-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A7%AF%E0%A7%A6-%E0%A6%9C%E0%A6%A8
0 মন্তব্যসমূহ