Hot Posts

6/recent/ticker-posts

শিক্ষক নিবন্ধন ধারীদের পুলিশ ভেরিফিকেশনে কি করণীয় হতে পারে ?

শিক্ষক নিবন্ধন ও পুলিশ ভেরিফিকেশন:

যারা শিক্ষক/প্রভাষক হিসেবে চূড়ান্ত ভাবে মনোনিত হয়েছেন তাদের আবারও জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজই শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এবার শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর কলেজ/স্কুল/ মাদ্রাসায় যোগদান করবেন। তাই ইতিমধ্যে অনেকের কপালে চিন্তার ভাজ পরেছে এবং একই সাথে ভাবছে পুলিশ ভেরিফিকেশনে কি হয় ও আমি কি ভেরিফিকেশনে বাদ যাবো?? তাদের চিন্তা মুক্তি ও পুলিশ ভেরিফিকেশনে আপনাদের কি করণীয় হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

১। পুলিশ ভেরিফিকেশন করে সাধারণত পুলিশের DSB শাখা। এখানে সাধারণত সকল ধরনের মূল কাগজপত্র ভেরিফাই করেন এবং সকল ধরনের কাগজ এক সেট সত্যায়িত কপি তারা জমা নেন। বলে রাখা দরকার, কাগজ বলতে…
ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কসিট।
খ) জাতীয় পরিচয় পত্র ও নাগরিক সনদ।
গ) পাসপোর্ট সাইজের ছবি
ঘ) শিক্ষক নিবন্ধন সনদ।
ঙ) বাবা ও মায়ের জাতীয় পরিচয় পত্র।

২। অনেক ক্ষেত্রে পুলিশ আপনার স্থায়ী ঠিকানা যাচাই করার জন্য বাড়ির দলিলপত্র ও বিদুৎ বিলের কাগজ দেখতে চাইতে পারে।

৩। আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে চেয়ারম্যান ও মেম্বারের কাছে আপনার সম্পর্কে তথ্য নিতে পারে তাই তাদের আপনি আগে থেকেই আপনার চাকরির সম্পর্কে বলে রাখলে ভালো হয়।

৪। আপনি বাড়ি থেকে দূরে বসবাস করলে বাড়ির লোকদের আপনি আগে থেকেই বলে রাখেন এবং আপনার একসেট সত্যায়িত কাগজপত্র বাড়িতেই রেখে দেন।

৫। পুলিশ ভেরিফিকেশনে সাধারণত তারাই বাদ পরে যাদের থানাই মামলা আছে, বিতর্কিত রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য ও নারী কেলেংকারী ঘটিত কোনো সমস্যা আছে। তাছাড়া সাধারণত কেউ বাদ পরে না। তাই আপনি এখন থেকেই সচেতন হোন তবে আগ বাড়িয়ে থানায় যাওয়ার প্রয়োজন নেই কারণ পুলিশ আপনাকে দূর্বল ভাববে ও ফাইদা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু সত্যি কথা বলতে এখন পুলিশের মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবং তারা জনগণের সেবাই সর্বদা নিজের জীবন রাখতেও দ্বিধাবোধ করেন না।

৬। অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনের পর অনেকে খুশি হয়ে মিষ্টি খেতে চাই সেটা আপনি আপনার মতোই করে হ্যান্ডেল করবেন তবে আগ বাড়িয়ে কিছুই করতে যাবেন না।

[এছাড়াও একই প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসন অর্থাৎ আপনার উপজেলার ম্যাজিস্ট্রেট মহোদয় ভেরিফিকেশন করে থাকেন]

আশা করি ভেরিফিকেশনে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহন করেন কারণ যেকোনো মূহুর্তে ভেরিফিকেশন শুরু হতে পারে। আর ভেরিফিকেশনে বাদ পরলেও হতাশ হওয়ার কিছু নাই কারণ পুনরায় আবার ভেরিফিকেশনের সুযোগ থাকে। কারণ পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ তথ্য দিলে পুনরায় DGFI থেকে ভেরিফিকেশন হয়। আপনাদের জন্য শুভকামনা।

সংগৃহিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ