সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন গরম। নির্বাচনের আগে রাজনীতির মাঠ দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছে দলগুলো; যে দৌড়ে পিছিয়ে থাকতে চায় না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রাজনীতির মাঠ নিজেদের করে রাখতে ও বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের খবর সাধারণদের কাছে পৌঁছে দিতে ৬ লাখ সদস্যের বিশাল বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ। প্রথম আলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এসব কর্মীর কাজ হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া। তাদের নানা অভিযোগ নিয়ে কথা বলা। সমাধান খুঁজে বের করা। উন্নয়ন জোয়ারের প্রচার করা।
একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিরোধী দলগুলো যেসব কথা বলে বেড়াচ্ছে। তার বিপরীতে সরকার ও আওয়ামী লীগের পক্ষে তথ্য তুলে ধরার কাজও তাদের।
0 মন্তব্যসমূহ