★সুপারিশ পর প্রতিষ্ঠানের চেহারা ও দূরত্ব দেখে অনেকের মন খারাপ হয়ে যাবে। অনেকে যোগদান না করার সিদ্বান্তে অটল।
সরকারি/অন্যত্র জবে প্রবেশ আগে এটা আপনার জন্য Challenge জব জন্য আপনি আসলে মানসিকভাবে কতটুকু প্রস্তুত।
১ম ও ২য় গণবিজ্ঞপ্তিতে যোগদানকৃত অধিকাংশরাই ভিন্ন জেলায় বাসা ভাড়া করে জব করছে বদলি নামে সোনার হরিণের আশায়। প্রতিনিয়ত ৬০-১৫০ কিমি ১০০-২০০ টাকায় আসা-যাওয়া প্রতিদিন নিজ উপজেলা থেকে পাশের উপজেলা গিয়েও জব করছে
★কেন শিক্ষাকতায় আসবেন?
জন্মই যার সৃষ্টির জন্য তিনিই শিক্ষক। ছেলে বেলা থেকে লালিত স্বপ্ন বাস্তবায়ন জন্যই আপনি শিক্ষক।
নামকরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করে গ্রামে জব করার মানসিকতায় অনুপ্রাণিত আপনি। নামমাত্র প্রাতিষ্ঠানিক বেতন সহ এমপিও ও স্থায়ী জব এখন সোনার হরিণ। শহরে বড় হওয়া আপনি গ্রামের মেঠো পথ ধরে শিক্ষাকতা করতে গিয়ে যদি আপনাকে দেয়া শত সালাম কণ্ঠ ধব্বনি যদি আপনার মনকে প্রশান্তির জায়গা করে দিতে পারে তবেই আপনি এই পেশায় সফল ও শান্তি পাবেন।
★বেতন সুবিধা
প্রভাষক: ২১,৩০০৳ + প্রাতিষ্ঠানিক
সহকারি শিক্ষক:
১০ গ্রেড বিএড স্কেল: ১৫৯০০৳ + প্রাতিষ্ঠানিক
১১ গ্রেড: ১২,৭৫০৳ + প্রাতিষ্ঠানিক।
★সুপারিশ পর করণীয়:
যেদিন বা যে তারিখে এন টি আর সি সুপারিশের জন্য ফলাফল প্রকাশ করবেন সেদিনেই আপনি কোন প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তা রোল-রেজিঃ ও ব্যাচ দিয়ে সার্ভার থেকে রেজাল্ট দেখতে পারবেন।এছাড়াও যারা সুপারিশ প্রাপ্ত হবেন তাদের সকলের মোবাইলে এস এম এস চলে যাবে। ২/৩ দিন পর সুপারিশপত্র অনলাইনে পাওয়া পাওয়া যাবে এবং সেদিনও এন টি আর সি থেকে সুপারিশপত্র তোলার জন্য আপনার মোবাইলে আর একটি এস এম এস আসবে। আপনার সুপারিশ পত্রটি অবশ্যই একাধিক প্রিন্ট করে রাখবেন যা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের সময় ও এমপিও করার জন্য অবশ্যই লাগবে।
#যোগদান ও এমপিও ভুক্তির জন্য যা যা প্রয়োজন :
★সুপারিশপত্রের রেজাল্ট কপি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাবেন।প্রতিষ্ঠান আপনাকে রেজুলেশন করার পর নিয়োগপত্র দিবে আর আপনি যোগদান পত্র দিবেন। আর এ যোগদানপত্র আপনি কোন কম্পিউটার দোকান থেকে লিখে নিতে পারেন বা স্বহস্তে লিখেও জমা দিতে পারেন। তবে অবশ্যই রিসিভ কপি নিবেন।
★Ntrca সুপারিশের পর প্রতিষ্ঠান ও কমিটি আপনার ভাইভা নেয়ার কোন সুযোগ নেই। এক সপ্তাহের মধ্যে রেজুলেশন করে আপনাকে নিয়োগপত্র দিতে বাধ্য।
★Mpo জন্য কাগজ:
১। সুপারিশপত্র
২। আবেদন কপি ও সুপারিশ পত্রের রেজাল্ট
৩। যোগদানপত্র
৫ নিয়োগপত্র
৪। গণবিজ্ঞপ্তির পত্রিকার অংশ
৫। SSC সনদ
৬। HSC সনদ
৭। স্নাতক সনদ
৮। স্নাতক নস্বরফর্দ সনদ
৯। মাস্টার্স সনদ (যদি থাকে)
১০। বিএড সনদ (যদি থাকে)
১১। Ntrca সনদ
১২। ব্যাংক ননড্রয়াল
১৩। Mpo কপি
১৪। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
১৫। নিয়োগের রেজুলেশন কপি
১৬।প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীর তথ্যসহ আরো দু- একটি জিনিস লাগতে পারে।
★প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ এমপিওকরন ডকুমেন্টসও অনলাইন এমপিওকরনে প্রতিষ্ঠান আপনাকে সহযোগীতা করবে।
★★পরিশেষে ৫৪ হাজার নিয়োগ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ। সুপারিশ পর আপনি অবশ্যই যোগদান করবেন। আপনার যোগদান এটি শিক্ষা মন্ত্রনালয়ের সম্মান, এটি Ntrca সম্মান।
#সর্বশেষ, চাকরি জীবনে দেখবেন, শুনবেন কিন্তু কিছু বলবেন না। চাকরি করে সারা জীবন মজা পাবেন।
শুভেচ্ছান্তে
মুহাম্মদ ইয়াছিন আরাফাত
সদস্য সচিব
বাংলাদেশ মাদ্রাসা গ্রন্থাগার সমিতি।
0 মন্তব্যসমূহ