***যারা নিয়োগের জন্য এনটিআরসিএ সুপারিশ করেছে তাদের প্রতিষ্ঠানে যোগদান প্রক্রিয়া***
1. আপনি http://ngi.teletalk.com.bd/ntrca/app/login.php?type=10 ঠিকানায় গিয়ে রিকমেন্ডেশন লেটার প্রিন্ট করুন।
2. প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আপনার করতে হবেঃ প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাজে জমা দিয়ে আসুন,
ক) রিকমেন্ডেশন লেটার। অর্থাৎ আপনাকে যে প্রতিষ্ঠানে এনটিআরসিএ সিলেক্ট করেছে, উপরের ঠিকানা হতে গৃহীত প্রিন্ট কপি।
খ) আপনি এনটিআরসিএতে চাকুরির জন্য আবেদন করেছিলেন, সেই আবেদনের প্রিন কপি
গ) ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি (ছবির দরকার নেই, যেহেতু আবেদন ও সুপারিশ ফরমের উপর ও অনলাইনে আপনার ছবি দেয়া আছে)
ঘ) চেয়ারম্যান সার্টিফিকেট এর মূল কপি বা সত্যায়িত ফটোকপি।
ঙ) এসএসসি. এইচএসসি ও ডিগ্রি/অনার্সের সনদের সত্যায়িত ফটোকপি।
** আপতত আপনার আর কোন কাজ নেই **
*** প্রতিষ্ঠান প্রধান যা করবেন ***
1. প্রতিষ্ঠান প্রধান, http://ngi.teletalk.com.bd/ntrca/app/login.php?type=7 ঠিকানা থেকে প্রার্থীর জন্য এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত সুপারিশ পত্র প্রিন্ট করবে। এবং কমিটি সমন্বয় সকল সনদ ও সুপারিশ পর্যালচনা করে রেজুলেশন করবে। যা অবশ্যই 02/11/16 তারিখের মধ্যে, কারন 09/11/16 তারিখের মধ্যে তার প্রার্থী কর্তৃক নিয়োগপত্র গ্রহণ করতে হবে, তাই শেষ তারিখের এক সপ্তাহ আগে নিয়োগ লেটার প্রার্থীকে ইস্যু করতে হবে।
2. রেজুলেশন করার পর, প্রতিষ্ঠান প্রধান প্রার্থীকে নিয়োগপত্র ইস্যু করবে, নিয়োগ পত্র প্রার্থীকে সরাসরি বা ডাকযোগে পাঠাতে পারে।
নিয়োগ পত্রে যা লিখবে তার একটি নমুনা নিম্নে দেয়া হল।[থার্ড বেরাকেট দ্বার বুঝিয়েছে বেরাকেটের স্থলে কোন লেখা হবে না, অর্থাৎ লেখার স্টাইল বুঝায়]
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
<<প্রতিষ্ঠান প্রধানের প্যাডে যোগদান পত্র লিখবে>>
সুত্রঃ নিয়োগ-সহঃশিঃ-নল-ডেবাবি/16 [[[[[[[[[এখানে ফাকা]]]]]]]]]]]] তারিখঃ _________
…
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[ নিয়োগ পত্র ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
..
নামঃ বিন্দু বৃত্ত
পিতার নামঃ মোঃ কালু শাহ
মাতার নামঃ খাদিজা বেগম
ঠিকানাঃ গ্রামঃ শ্রীপুর, পোষ্টঃ আমতলী, থানাঃ আখাউরা, জেলাঃ কদমতলী
জনাব,
বিগত _____ খ্রী তারিখের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ সংক্রান্ত সুপারিশ মর্মে এবং ______ খ্রীঃ তারিখের গভর্নিং বডির/ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে সহকারী শিক্ষক (গণিত) পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পত্র প্রদান করা হইল।
প্রকাশ থাকে যে, অত্র নিয়োগ পত্র প্রাপ্তির 07 (সাত) দিনের মধ্যে নিম্নের শর্ত সাপেক্ষে যোগদান করিতে হইবে। অন্যথায় এই নিয়োগ বাতিল বলে গন্য হইবে।
শর্তসমুহঃ
01. শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও অভিজ্ঞতা সনদ থাকিলে তা দাখিল করিতে হইবে।
02. মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক কোন কারনে বতন ভাতা প্রদান না করিলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
(এখানে প্রতিষ্ঠান প্রধানের সই ও তারিখ)
প্রধান শিক্ষক
আমতলি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
আখাউড়া-কদমতলী
(এখানে প্রতিষ্ঠান প্রধানের সিল) [সিল নাদিলেও অসুবিদা নাই]
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
*** প্রার্থী নিয়োগ পত্র পেয়ে যা করবেন ***
দুই কপি যোগদান পত্র লিখবে- যার এককপি প্রতিষ্ঠান প্রধান রেখে দিবে- আর এক কপির উপর প্রতিষ্ঠান প্রধান “ তার সিল ও স্বাক্ষর দিয়ে যোগদান পত্র গ্রহণ করা হল লিখেদিয়ে আপনাকে ফেরত দিবে” আপনার আপাতত কাজ শেষ, তার পর মিষ্টি খাওয়ালেও অসুবিধা নাই আবার প্রতিস্টানের পিওন/এমএলএসএস কে 200 টাকা দিয়ে বলতে পারেন মিষ্টি আর সমুসা নিয়ে আসো- আর আপনি ক্লাস করুন ও হাজিরা খাতায় স্বাক্ষর করুন- পরবর্তি ধাপে সুযোগ পেলে লিখব আপনার এমপিও (বেতন করানের জন্য সহজ রাস্তায় কি করতে হবে।)
নিয়োগ পত্রে কি লিখবেন তার একটি নমুনাঃ
>>>>>>>>>
তারিখঃ __________ খ্রিঃ
প্রধান শিক্ষক
আমতলি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
আখাউড়া-কদমতলী
বিষয়ঃ সহকারী শিক্ষক (গণিত) পদে যোগদান প্রসঙ্গে।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী _________ খ্রিঃ তারিখে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (গণিত) পদে নিয়োগের জন্য এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়ে, ______ খ্রীঃ তারিখে আপনার প্রদত্ত নিয়োগপত্র মর্মে (যহার সূত্রঃ নিয়োগ-সহঃশিঃ-নল-ডেবাবি/16 ও তারিখঃ ________ খ্রিঃ) আজ _______ খ্রীঃ তারিখ পূর্বাহ্নে সহকারি শিক্ষক (গণিত) পদে যোগদান করিলাম।
সে মতে মহদয়ের সমীপে প্রার্থনা আমার যোগদান পত্র গ্রহণ পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনাবের মর্জি হয়।
বিনীত
আপনার বিশ্বস্থ
(এখানে আপনার স্বাক্ষর দিবেন, তারিখ দেয়ার দরকার নাই)
বিন্দু বৃত্ত
>>>>> নিয়োগ পত্র দিতে অবহেলা করলে আপনি কি করবেন, তা পরে সুযোগ পেলে লিখব, আর এমপিও/আপনার বিল করতে দালালদের হাতে টাকা দেয়ার দরকার নাই, নিজেই করতে পারবেন, দেখি এবিষয় পরে পোষ্ট দেয়া যায় কিনা! যোগদান পত্র কম্পিউটার টাইপ বা স্বহস্থেও দেয়া যায়।
0 মন্তব্যসমূহ