Hot Posts

6/recent/ticker-posts

ভুল চাহিদা দেওয়ায় ৩৩০৭ টি পদ বাতিল এবং ১৩তমদের ৬৫ টি পদে আবেদন না পড়ায় নিয়োগ দেয়া সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, তাং:১৫/০৭/২০২১ ইং।অনেক চড়াই উৎরাই পেরিয়ে কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ সকলের আশা আকাঙ্ক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ৩য় গণবিজ্ঞপ্তির ফল আজ প্রকাশ হচ্ছে এতে কোন সন্দেহ নেই।আজ ১৫/০৭/২০২১ ইং বেলা এগারোটার সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ফল প্রকাশের কথা এক লাইভ অনুষ্ঠানে বলেছেন।৫৪২০৫ টি শূন্য পদের সুপারিশের পরিপ্রেক্ষিতে২১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভুল চাহিদা দেওয়ায় আবেদনকৃত ৩৩০৭ টি পদ বাতিল করা হয়েছে।সংরক্ষিত ২২০৭ টি পদের ৬৫ টি পদে কোন আবেদন না পড়ায় ঐ ৬৫টি পদে কাউকে সুপারিশ করা সম্ভব নয়।মোট ৫০২৯৭ টি পদের সুপারিশের রেজাল্ট প্রকাশ করা হবে। মামলা জটিলতার কারণে গত ৩১/০৬/২০২১ ইং তারিখে ফল প্রকাশ করতে চাইলেও তা করতে পারে নি।ঐদিকে ১৩তমদের একক সংরক্ষিত ২২০৭ টি পদের বিপরীতে ৬৫টি পদে আবেদন না পড়ায় ঐ প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া সম্ভব নয় তবে আগামী গনবিজ্ঞপ্তি তে এগুলো শূন্য পদ দেখিয়ে নিয়োগ দেয়া হবে।সুপারিশকৃত শিক্ষকগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ