Hot Posts

6/recent/ticker-posts

বদলিই পারে একমাত্র এর থেকে মুক্তি দিতে ?

বাংলাদেশে যেখানে বেকার চাকরি জন্য রাস্তাই রাস্তাই ঘুরছে সেখানে এরকম প্রতারণা বেকার সমাজ মেনে নিতে পারে না এর থেকে মুক্তি চায় একজন শিক্ষক নিবন্ধনধারী। এর একমাত্র সমাধান ইনডেক্সধারী।

নামেই ৫৬ হাজার নিয়োগের কথা বললেও কিন্তুু বাস্তবতা

প্রকৃতপক্ষে নিয়োগ দিয়েছে ১৪৬৬৭ জন মাত্র। কারণ মোট সুপারিশপ্রাপ্ত ৩৬৫৪০ জন। তন্মধ্যে ২১৮৭৩ জন শুধু প্রতিষ্ঠান বদল করেছে। নতুন যোগ দিয়েছে ১৪৬৬৭ জন। এটা মূলত একরকম প্রতারণা। আমি ১২৫০০ টাকা বেতনের চাকরি করলেও আমি ১৭ কোটি জনগণকে করোনাকালীন সহযোগিতা হিসেবে প্রত্যেককে ১০০০ টাকা করে দিতে পারব। প্রশ্ন আসতে পারে কিভাবে দেব? আমি একজনকে ১০০০ টাকা দেওয়ার পর৷ তার থেকে সে ১০০০ টাকা আবার ফেরত নিয়ে আরেকজনকে সেই ১০০০ টাকা দেব। এভাবে ১৭ কোটি জনগণকে সহযোগিতা করতে পারব। এখন আপনারা বলতে পারেন এটাতো সহযোগিতা হলনা। তাহলে আপনারা বলেন ৫৪ হাজার নিয়োগের গণবিজ্ঞপ্তিতে ২১ হাজার যদি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যায় তাহলে কিভাবে ৫৪ হাজার নিয়োগ হল? এজনকে একটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার পর তাকে আবার আরেক প্রতিষ্ঠানে পাঠানোর ফলে নতুন করে আবার ২১ হাজার পদ শূন্য হল। এটা কিরকম নিয়োগ?

বদলি দিলে সকালের উপকার হবে। আমরা চাই চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে ইনডেক্স ধারী শিক্ষক দের আগে সুযোগ দিন যাতে করে বেকারদের চাকরি সুযোগ অনেকাংশে বেড়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ