Hot Posts

6/recent/ticker-posts

বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১৬তম নিবন্ধন ফল প্রার্থীরাও ট্রেড ইন্সট্রাক্টর পদে যুক্ত হতে চায়

সেসিপের অধীনে ২০২০ সালে ১ম-১৫ নিবন্ধনধারীদের নিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেখানে ৬০০ স্কুলে ১১৯৯ টি শূন্য পদে ট্রেড ইন্সট্রাক্টর চাহিদা আহবান করে, কিন্তু তাতে ৭০০ পদের মত খালি থেকে যায়, এর ১৮ মাস পরে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ হলেও সেখানেও স্হান পায়, ১ম-১৫তম, উল্লেখ থাকে যে ১৬তম নিবন্ধনে ফল প্রকাশে বিলম্ব হওয়াতে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যুক্ত হতে পারিনি, এমতাবস্থায় সেসিপ আবারও বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু দুঃখের বিষয় এখানেও ১৬তমদের যুক্ত করা হয়নি,

যা কারিগরি শিক্ষা কে শিক্ষক সংকট রেখেই যাচ্ছে, তাই ৯০% ট্রেড ইন্সট্রাক্টর পদ পূর্ণ করার জন্য অনতিবিলম্বে ১৬তমদের ফল প্রকাশ করে,

সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,

 

অাহব্বায়ক

মো: রাশেদ মোশারফ

১৬ তম ট্রেড ইন্সট্রাক্টর ফলাফল প্রত্যাশী ফোরাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ