Hot Posts

6/recent/ticker-posts

পুলিশ ভেরিফিকেশনে আর্থিক লেনদেন না করার জন্য নির্দেশ।

আগামী সপ্তাহে সকল জেলায় পৌঁছে যেতে পারে সকল ভি রোল ফর্ম।আর সকল জেলায় পৌঁছে গেলেই এক যোগে সারাদেশে শুরু হবে পুলিশ ভেরিফিকেশন এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট এনটিআরসিএর কর্মকর্তারা। পুলিশ ভেরিফিকেশন চলার সময় কোন আর্থিক লেনদেন না করার জন্য নির্দেশ দিয়েছেন এনটিআরসিএর এই কর্মকর্তা।

গত ২০১৯ সালের ১৫ তম নিবন্ধনধারী দের ফলাফল প্রকাশ করার পরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা থাকলেও গত ২ বছরের মধ্যেও শেষ করতে পারে নি এই বৃহৎ বেসরকারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া।করোনা মহামারী তে এই হবু শিক্ষকেরা তাদের ব্যাক্তিগত জীবন থেকে হারিয়েছে আড়াই বছর বা তার বেশি।
এর মধ্যে এনটিআরসিএ মেরিট লিস্ট তৈরি, শূন্য পদের চাহিদা, শূন্য পদের চাহিদার বার বার সংশোধন , প্রতিষ্ঠানভিত্তিক চাহিদা এবং চাহিদার ভিত্তিতে শূন্য পদে প্রাথমিক সুপারিশ করতে করতেই এই বিশাল সময় নষ্ট করেছেন। যেখানে বিসিএসের মতো প্রথম শ্রেণীর ক্যাডার সুপারিশ করতেও এতো ঝামেলা পোহাতে হয় না সেখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নানা সময়ে নানা ধরনের নাটক জন্ম দিয়েছে। এমনিতেই নিবন্ধনধারীদের মন মানসিকতা তেতিয়ে উঠেছে তারউপর এতো গড়িমসি আর কতো সহ্য করে?

৫৪ হাজারের চাহিদা প্রকাশ করলেও এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করে ৩৮ হাজার দুইশ তো ছিয়াশি জনকে।বাকী গুলো সুপারিশ না করার কারন হিসেবে উল্লেখ করা হয় যে সেগুলো তে আবেদন জমা হয় নি বা নারী কোটায় আবেদন পড়ে নি!

এখন এই ৩৮ হাজার দুইশ তো ছিয়াশি থেকে ভি রোল ফর্ম ফিলাপ করে প্রার্থীরা পাঠিয়েছে বত্রিশ হাজার দুইশ তো তিরাশি জন।বাকী ছয় হাজার তিন জন ভি রোল ফর্ম জমা দেয় নি। কেন জমা হয় নি তা এনটিআরসিএ সঠিক কারণ নির্ণয় করতে পারে নি। কারন হিসেবে তারা বলছে অনেকেই দুটোতে সুপারিশ পেয়েছেন একটাতে পাঠিয়েছে আবার অনেকেই জব করবে না বলে ভি রোল ফর্ম পাঠায় নি,অনেকেই অন্য জবে চলে গেছে বা পোষ্ট অফিসের ঝামেলা আছে কি না তা ক্ষতিয়ে দেখতে চেয়েছে।
এই বত্রিশ হাজার দুইশ তিরাশি জনের ১১০ বস্তা ভি রোল ফর্ম এর তিন কপির এক কপি এনটিআরসিএর কার্যালয়ে,এক কপি শিক্ষা মন্ত্রণালয়ে, এবং এক কপি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে যাবে। এই স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে জেলা এবং জেলা থেকে উপজেলায় যাবে। উপজেলার স্পেশাল বেঞ্চে থেকে প্রার্থীর স্থায়ী ঠিকানা যেয়ে পুলিশ প্রাথীর ভেরিফিকেশন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট এনটিআরসিএর কর্মকর্তারা এবং কোন ঝামেলা হলে তারা যেন এ কার্যালয়ে জানায় তা বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ