শ্রীলংকার বেহাল দশা দেখে সাবধান হচ্ছে সরকার।


পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কেউ কেউ শ্রীলংকার সাথে বাংলাদেশের মিল খোঁজার চেষ্টা করছেন, এটা একেবারে অমূলক। বাংলাদেশ আর শ্রীলংকার অর্থনীতি একেবারে আলাদা, দু’দেশের পরিস্থিতি এক নয়।


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনে কোন কাজ করছে না, কাজেই শ্রীলংকার অবস্থা দেখে ভয়ের কিছু নেই। তবে দেশটির বেহাল দশা দেখে সাবধান হচ্ছে সরকার।





প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ১২টি প্রকল্পের জন্য ১২ হাজার ১৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় বরাদ্দ করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।


একনেক সংশ্লিস্ট মন্ত্রী এবং সরকারী কর্মচারীরা ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে। বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের কাজে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


পরিকল্পনা মন্ত্রী জানান, নদী খনন কাজের গুনগত মান নিয়ে তিনি সন্তুষ্ট নন। কক্সবাজারে পানির নীচে এ্যাকুরিয়াম নির্মাণের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0/Post a Comment/Comments

Stay Conneted