বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষও হাসে, বানরও হাসে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা পুরুষ হয়ে বোরখা পরে হাইকোর্টে গিয়ে জামিন চান, তারা যখন সরকার পতনের আন্দোলনের কথা বলেন- তা শুনে মানুষও হাসে, বানরও হাসে। তাদের এগুলো খালি কলসি বেশি বাজার মতো, আমরা এগুলো বহুদিন ধরে শুনে আসছি।
তিনি বলেন, যতোই পতনের আন্দোলন বলেন, এই পতনের আন্দোলন তো ২০০৯ সাল থেকে শুরু করেছে। এরপর জনগণ আরও দুবার ভোট দিয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ ধস নামানো বিজয়ের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ আমাদের দেবে সেটিই আমরা বিশ্বাস করি।
বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের জোটবদ্ধ হওয়ার চেষ্টার বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, এ ধরনের মোর্চা তারা ২০১৮ সালের নির্বাচনের আগে করেছিল। বাম, ডান, অতি ডান, অতি বাম, তালেবান সবাইকে নিয়ে তারা মোর্চা করেছিল। নির্বাচনেও অংশ নিয়েছিল সেই মোর্চার মাধ্যমে। ফলাফল মাত্র ৫টি আসন।
‘এবারও তারা মোর্চা করার চেষ্টা করছেন। প্রেসিডেন্ট আছে তো সেক্রেটারি নেই, এ রকম দল। দুজন নিয়ে দল, নামসর্বস্ব দল। এগুলো নিয়েই তারা মোর্চা করার চেষ্টা করছেন। চেষ্টা করা ভালো। কোনো কিছু চেষ্টার মধ্যে থাকা ভালো। তারা চেষ্টার মধ্যে থাকুক এটিই আমি প্রত্যাশা করি। তবে তাদের এ চেষ্টায় কোনো লাভ হবে না।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য সমগ্র পৃথিবীতেই বেড়েছে। শ্রীলঙ্কার অবস্থা দেখুন। ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা সব জায়গায় দ্রব্যমূল্য বেড়েছে। এর মূল কারণ হলো করোনা এবং সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউরোপে খাদ্য ও ভোগ্যপণ্যের দাম কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। অন্যান্য দেশেও একই অবস্থা। আমাদের দেশেও কিছু কিছু বেড়েছে। যেগুলো মূলত আমদানি নির্ভর পণ্য সেগুলোরই দাম বেড়েছে।
তিনি বলেন, স্বল্প আয়ের মানুষ যাতে কষ্ট না পায় এজন্য এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া ট্রাকে করেও ঢাকার বাইরে টিসিবির মালামাল বিক্রি করা হচ্ছে। এতে বাজারেও প্রভাব পড়েছে। যে পণ্যগুলোর মূল্য বেড়ে গিয়েছিল, সেগুলোর দাম কমে এসেছে। যেমন তেলের মূল্য কমেছে, পেঁয়াজের মূল্য কমেছে।
বিএনপি আসলে কোনো ইস্যু পাচ্ছে না। তাই খড়কুটো আঁকড়ে ধরে তাদের রাজনীতি টিকিয়ে রাখতে চায়, যোগ করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
0 মন্তব্যসমূহ