Hot Posts

6/recent/ticker-posts

বাংলাদেশ এখন আর 'ভিক্ষুকের' দেশ নয়, ভিক্ষা দেয় :ওবায়দুল কাদের

                              

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়। বাংলাদেশ আজ ভিক্ষা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ তার উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময়। সারা বিশ্বের মানুষ আজ শেখ হাসিনার সততা ও নেতৃত্বের প্রশংসা করছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নওগাঁ জেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। সেখানে তিনি বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন করেন, বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে? বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন অর্জন ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন সড়ক ও সেতুমন্ত্রী।


বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কঠিন সময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। 

আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয়, যা টেপার সাথে সাথেই পড়ে যাবে।


ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ