টিপু প্রীতি হত্যা:অস্ত্রসহ স্থানীয় 'যুবলীগ নেতা আটক'


 সম্প্রতি রাজধানীর শাহজাহানপুরের মতিঝিল থানায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সদস্য জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরফান উল্লাহ দামাল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি। ১ এপ্রিল, শুক্রবার সকালে ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এ বিষয়ে তিনি বলেন, মতিঝিল থানায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপুকে হত্যার আগে দামাল কয়েকজনকে সঙ্গে নিয়ে কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় সভা করেছিলেন। তিনি আরও জানান, দামালের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা করা হচ্ছে। টিপু হত্যার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার হওয়া অস্ত্রটিও পরীক্ষা করা হবে।


এদিকে ডিবির একটি সূত্র জানিয়েছে, দামাল স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। টিপু হত্যার আগে তার সঙ্গে বৈঠকে উপস্থিত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত ২৪ মার্চ রাত ১০টার দিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এজিবি কলোনি থেকে শাহজাহানপুর খিলগাঁওয়ের বাগিচা এলাকায় বাড়ি ফিরছিলেন।


আমতলা মসজিদের কাছে খিলগাঁও রেলগেট সিগন্যালে পড়ে যায় তাঁর গাড়ি। এ সময় হেলমেট পরা ওই যুবক গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। টিপু ও চালক মনির হোসেন মুন্নাকে গুলি করে হত্যা করা হয়। পাশের রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতিকেও গুলি করে হত্যা করা হয়।

0/Post a Comment/Comments

Stay Conneted