Hot Posts

6/recent/ticker-posts

এবার ময়লার গাড়ির ধাক্কায় স্ত্রী নিহত,স্বামী আহত

               


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আবর্জনাবাহী গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক মোঃ শিপনও আহত হন। ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ায়।


শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।


এ ব্যাপারে খিলগাঁও থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) পদচ্যুত হন। সোনিয়া পারভীন বলেন, 'খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে রাত সাড়ে ৮টার দিকে ডিএসসিসির একটি আবর্জনাবাহী গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক নাসরিন খানম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত হয়েছেন তাঁর স্বামীও। "


তিনি আরও বলেন, 'নিহতের পরিবার অভিযোগ করতে চায়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যান তারা। "


এদিকে দুর্ঘটনার পর ময়লার গাড়ির চালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ। তবে চালককে ভিকটিমের পরিবার হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। 

তবে নির্যাতিতার পরিবার অভিযোগ না করায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এর আগে গত বছরের ২৪ নভেম্বর গুলিস্তানে ডিএসসিসি'র আবর্জনাবাহী গাড়ির ধাক্কায় নঈম হাসান নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হন। পরদিন শহরজুড়ে বিক্ষোভের মধ্যে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আবর্জনাবাহী গাড়ির চাপায় নিহত হন,


এর এক সপ্তাহ পর গত ২ ডিসেম্বর উত্তর সিটিতে ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম নামে ৬৫ বছর বয়সী এক নারী আহত হন। দুর্ঘটনার তিন সপ্তাহ পর দক্ষিণ শহরে ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ