শেখ হাসিনার 'নেতৃত্বাধীন সরকারে'র অধীনেই 'আগামী নির্বাচন' হবে: শামীম


পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে।


বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয়, তাহলে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনে আসতে হবে।


শুক্রবার (১ এপ্রিল) বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া বিএল স্কুল মাঠে উপজেলা ও কলেজ ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।


বিএনপির চেয়ারপার্সনের এক মন্তব্য উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিল, “পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়” কাজেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাদের অপকর্ম ও ক্ষমতায় না থাকতে পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা কোনটাই এদেশের মানুষ ভোলে নাই। 


বিএনপি নেতারা জানে কোনো সুষ্ঠ নির্বাচনে যেতে পারবে না। কারণ, বিএনপি একটি গণধিকৃত দলে পরিণত হয়েছে। মাঝে মাঝে ফাঁকা আওয়াজ তুলে জনগণকে বিভ্রান্ত করে।


জন্মগতভাবেই ছাত্রলীগ গণতন্ত্রের সুরক্ষা, অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে এমন কথা তুলে ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম বলেন, মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের ২৬ হাজার নেতা-কর্মী জীবন দিয়েছে। 


জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহামনের হাতে গড়া সংগঠন ছাত্রলীগ স্বায়ত্তশাসন, স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে হবে।

0/Post a Comment/Comments

Stay Conneted