Hot Posts

6/recent/ticker-posts

মুক্তিযুদ্ধে আমাদের অ'স্ত্র ছিলো না,ছিলো ‘জয় বাংলা’ স্লোগান: স্বরাষ্ট্রমন্ত্রী


দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে পদ্মা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'আমরা পাকিস্তান সেনাবাহিনীর হৃদয় উঁচু করে 'জয় বাংলা' ধ্বনি দিয়েছিলাম। 


তখন আমাদের হাতে অস্ত্র ছিল না, 'জয় বাংলা' স্লোগান ছিল। তখন জয় বাংলার স্লোগান শুনেই দালাল, রাজাকার ও হানাদার বাহিনী ভয়ে পালিয়ে যেত।


শনিবার দুপুরে তিনি বলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ সহযোগী সালমান এফ রহমান জয় বাংলা স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগানে পরিণত করার দাবি জানিয়েছিলেন। 


এরই ধারাবাহিকতায় স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে মনোনীত করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।


তিনি আরও বলেন, সালমান ফজলুর রহমান ভাই পদ্মা কলেজের জন্য অনেক অনুদান ও সহযোগিতা করেছেন। অবশেষে পদ্মা সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠা পায়। ফলে আজ এই এলাকা আলোকিত হয়েছে। এক সময়ে দোহারে সরকারি কর্মকর্তারা বদলি হতে চাইতেন না। 


ছিলো না নাগরিক সুযোগ-সুবিধা, বিদ্যুৎ, রাস্তাঘাট ও শিক্ষা-প্রতিষ্ঠান। অথচ দোহারেই জন্মেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এখানেই জন্ম নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সাহা। আজ এই জনপদ উন্নত হয়েছে। দোহারের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে আমাদের সন্তানরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ