Hot Posts

6/recent/ticker-posts

মাদ্রাসা সুপার অহিদুজ্জামান এখন রিকশা চালান ঢাকা শহরে।


চাকরি স্থায়ীকরণ ও মাদ্রাসা এমপিওভুক্তির জন্য আরেকটি মাদ্রাসার অধ্যক্ষকে প্রায় ৪৮ লাখ টাকা দেন অহিদুজ্জামানসহ ১৭ জন শিক্ষক। ফরিদপুরের ওই শিক্ষকরা সবাই পড়েছেন দুর্দশায়।





চাকরি স্থায়ীকরণ ও এমপিওভুক্তির জন্য ঘুষ লেনদেনের পর “প্রতারিত” হয়ে এখন রিকশা চালাতে হচ্ছে মাদ্রাসা শিক্ষক অহিদুজ্জামানকে। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আদমপুর একে দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার।


মাদ্রাসায় চাকরি ছিল তার তার দীর্ঘদিনের স্বপ্ন। আশা ছিল আপনজনদের নিয়ে সুন্দর জীবনযাপন করার। এক সময় চাকরি পেলেন বটে। কিন্তু স্থায়ীকরণ ও এমপিওভুক্তির জন্য টাকা লেনদেন করে নিঃস্ব হতে হয় তাকে।


কথা বলে জানা গেছে, চাকরি স্থায়ীকরণ ও মাদ্রাসা এমপিওভুক্তির জন্য উপজেলার ইকামাতেদ্বীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ মৃধাকে প্রায় ৪৮ লাখ টাকা দেন অহিদুজ্জামানসহ ১৭ জন শিক্ষক। কিন্তু কাজ হয়নি। উপরন্তু ওই শিক্ষকরা সবাই এখন দুর্দশাগ্রস্ত।





এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ মৃধার বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকায় মামলা করেছেন অহিদুজ্জামান।


এদিকে, এমপিওভুক্ত না হওয়ায় সহকর্মীদের চাপে টাকা ফেরত চাইতে গিয়ে অধ্যক্ষ ইউসুফ মৃধার রোষানলে পড়েন অহিদুজ্জামান। তার বিরুদ্ধে ঢাকার আদালতে পাঁচটি মামলা করেন ইউসুফ।


এসব মামলার খরচ যোগাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন অহিদুজ্জামান। সংসার ও মামলার টাকার জন্য রিকশা চালাতে শুরু করেন তিনি।





অহিদুজ্জামান বলেন, “মামলা চালাতে অনেক টাকা লাগে। এজন্য রিকশা চালানো ছাড়া আর কোনো বিকল্প খুঁজে পাইনি। এ আয় দিয়ে পরিবারের ভরণ-পোষণও চলে।”


এ বিষয়ে একে দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর মিয়া বলেন, “মাদ্রাসার এমপিওর জন্য অনেক টাকা নিয়েছেন ইউসুফ মৃধা। অনেকের এমপিও হয়েছে, অনেকের হয়নি। টাকা ফেরত চাইলে তিনি মামলার হুমকি দেন।”


মাদ্রাসাটির জমিদাতা শাজাহান মিয়া বলেন, “সুপারসহ শিক্ষক সুলতান মিয়া ও তাসলিমা আক্তারের কাছ থেকে টাকা নিয়ে তাদের এমপিও করেননি ইউসুফ মৃধা। তাদের মূল সার্টিফিকেট আটকে রেখেছেন তিনি। এর উপযুক্ত শাস্তি চাই।”





অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকামাতেদ্বীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ মৃধা বলেন, “এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তে সব বেরিয়ে আসবে। এর আগে কিছুই বলতে পারব না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ