Hot Posts

6/recent/ticker-posts

ওয়াসার পানি পানযোগ্য নয় কেন?, স্বীকার করলেন এমডি

 


ওয়াসার পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। যেসব নদীর পানি ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সাপ্লাই দেয়া হচ্ছে তাতে অ্যামোনিয়া মাত্রাধিক থাকায় পানির দূর্গন্ধ দূর হচ্ছে না বলেও দাবি তার।

তিনি আরও বলেন, 'পানিতে যদিওবা কোনো জীবাণু থাকে, সেটি যাতে মরে যায় বা ধ্বংস হয়ে যায় সেজন্য ক্লোরিন দিয়ে থাকি। অনেক সময় ক্লোরিন শেষ মাথা পর্যন্ত যায় না। কিন্তু আমরা ওই বিশেষ স্থানগুলোতে ক্লোরিন বাড়িয়ে দিয়েছি। এই ডায়রিয়ার সঙ্গে আমাদের ল্যাব টেস্টের মাধ্যমে যা পেয়েছি, তাতে কোনো সম্পৃক্ততা সরাসরি নেই'।

পানি ব্যবস্থাপনাকে পরিবর্তন করে গণমুখী টেকসই ও পরিবেশ বান্ধব করতে ওয়াসা কাজ করছে বলেও দাবি করেন তিনি। রাজধানীর যেসব স্থানে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা গেছে সেসব জায়গার পানি ওয়াসা তিন ধাপে পরীক্ষা করলেও ডায়রিয়ার জীবানু পাওয়া যায় নি বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ডুরার আয়োজনে 'নগরবাসীর চাহিদা ঢাকা ওয়াসার সক্ষমতা' সংলাপে তাকসিম এ খান আরো বলেন ওয়াসার বর্তমান প্রকল্পগুলো শেষ হলে এসডিজি গোল অর্জন সম্ভব হবে।

তাকসিম এ খান বলেন, 'আইসিডিডিআর,বি'র সঙ্গে আমাদের ঘনঘন যোগাযোগ আছে। তারা যখনই ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়া তখনই ১০টি এলাকার ঠিকানা আমাদের দেয়, সঙ্গে সঙ্গে আমরা ওইসব এলাকার পানি ল্যাবে টেস্ট করাই। সেই ল্যাব টেস্টে আমরা কোনো ব্যাকটেরিয়া পাইনি। বিষয়টি সঙ্গে সঙ্গে আইসিডিডিআরবিকে জানিয়েছি'।


দক্ষিণ এশিয়ার যে কোন দেশের চেয়ে ঢাকায় পানির সিস্টেম লস কম বলে দাবি করেন ওয়াসার এমডি। ওয়াসার ৫ থেকে ৮ শতাংশ পানির লাইনে ত্রুটি থাকায় দূষিত পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন সংস্থাটির এমডি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ