নয়াপল্টনে সন্দেহ হলেই তল্লাশি, বিএনপির কর্মীসহ আটক ৪

 

রাজধানীর নয়াপল্টন এলাকায় আজ শুক্রবার কাউকে সন্দেহ হলেই তল্লাশি করছে পুলিশ। কয়েকজনকে আটক করে থানায় নিতেও দেখা গেছে।


আজ দুপুরে নাইটিঙ্গেল মোড় থেকে তিন যুবককে আটক করে থানায় নিয়ে যেতে দেখা যায়। এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে নাইটিঙ্গেল মোড়ে বিএনপির মিছিল থেকে দলটির এক কর্মীকে আটক করেছে পুলিশ।


নয়াপল্টন এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, বিএনপির নেতা-কর্মীরা যেন অবস্থান নিতে না পারেন, সে জন্য পুরো এলাকার নিয়ন্ত্রণ তাঁরা নিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এমনটা করা হচ্ছে।

0/Post a Comment/Comments

Stay Conneted