জ্বর ও পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে।
তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
আজ বুধবার বেলা তিনটার দিকে জাহিদ হোসেন প্রথম আলোকে জানান, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন। এর ভিত্তিতে চিকিৎসকেরা তাঁকে ব্যবস্থাপত্র দিয়েছেন।
বিএনপি নেত্রীর এই ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, খালেদা জিয়া যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেদিনের তুলনায় এখন ভালো আছেন।
তবে তাঁকে আরও দুই-তিন দিন হাসপাতালে থাকতে হতে পারে।
সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন চিকিৎসকেরা।
হঠাৎ জ্বর ও পেটব্যথায় অসুস্থ বোধ করলে বিএনপি নেত্রীকে গত সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
0 মন্তব্যসমূহ