" হিমসাগর এবং ল্যাংড়া আমের ডালি মমতা ব্যানার্জির কাছে পাঠানো হয়েছে কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে। গত বছরও, আমরা আম পাঠিয়েছিলাম," জানিয়েছেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক কর্মকর্তা।
শেখ হাসিনা উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আম পাঠিয়েছেন বলে খবর। গত বছর, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমের মুখ্যমন্ত্রীকে উপহার হিসাবে আম পাঠিয়েছিলেন।
প্রতি বছরই আমের মরসুমে ‘বোন’ মমতাকে উপহার পাঠান হাসিনা। সৌজন্যর প্রতীক হিসেবে পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শাড়ি উপহার পাঠিয়েছিলেন।
বাংলা ও বাংলাদেশের মানুষের মধ্যে ভালবাসার সম্পর্ক ধরে রাখে পদ্মার ইলিশ। বর্ষার মরসুমে তা আসে ভারতে। সেই ইলিশের দিকে তাকিয়ে থাকে ভোজনরসিক বঙ্গবাসী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাসিনাজির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভাল। পুজোর সময় তাঁকে শাড়ি পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আবার ইদের সময় শাড়ি পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। আম-ইলিশের আদান প্রদানে লেগে থাকে দুই দেশের ভালবাসা।
কিছুদিন আগে রাজনৈতিক দ্বন্দ্বের আবহের মাঝেও নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও রাজ্যের বিভিন্ন প্রজাতির আম দিয়ে সাজানো বিশেষ বাক্স উপহার হিসেবে পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, হিমসাগর, ফজলি, ল্যাংরা ও লক্ষ্মণ ভোগের মতো বিভিন্ন প্রকারের আম দিয়ে সুন্দরভাবে সাজানো একটি বাক্স উপহার হিসেবে পাঠানো হয়েছে।
রাজনৈতিক দূরত্ব থাকলেও ব্যক্তিগত সৌহার্দ্য দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও উপহার পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। ২০১৯ সালে দুর্গাপুজোর প্রাক্কালে প্রধানমন্ত্রীর জন্য কুর্তা-পাজামা ও মিষ্টি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকারের মাঝে খোদ নরেন্দ্র মোদি জানিয়েছিলেন সে-কথা। যেখানে হাসিমুখে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিরোধী দলেও অনেকেই ব্যক্তিগতস্তরে আমার বন্ধুস্থানীয়। শুনলে অবাক হয়ে যাবেন, মমতা দিদি নিজে প্রত্যেক বছর আমার জন্য এক-দুটো করে কুর্তা পছন্দ করে পাঠান।'
0 মন্তব্যসমূহ