Hot Posts

6/recent/ticker-posts

যে কারণে ফল প্রত্যাখ্যান করলেন জাতীয় পার্টি প্রার্থী

        


নজরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রশাসন, নির্বাচন কমিশন সব নৌকার প্রার্থীর পকেটে। তাদের অভিযোগ দিয়ে কোনো লাভ নেই।’

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে চুড়ান্ত ফলাফল ঘোষণার আগেই তা প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সবই কমিশনের সাজানো নাটক বলে অভিযোগ করেছেন তিনি।


বুধবার সন্ধ্যায় সিটি নির্বাচনের ফলাফল ঘোষণাকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ফল প্রত্যাখ্যান করেন বাবুল।

এসময় তিনি বলেন, ‘এটি একটি পাতানো নির্বাচন। ভোটাররা লাঙ্গলে ভোট দিয়েছেন কিন্তু, নির্বাচন কর্মকর্তারা তা নৌকার ভোট হিসেবে গণনা করেছেন। তারা ফলাফল উল্টে দিয়েছেন। আমি এই ফলাফল প্রত্যাখ্যান করছি।’


এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী মো আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন বাবুল।

এর আগে সকালে নগরের আনন্দনিকেতন কেন্দ্রে ভোট দিয়ে বাবুল বলেন, ‘নির্বাচনে পেশীশক্তির ব্যবহার করা হচ্ছে। আমার এজেন্টদের অনেক কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। আমার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে সুষ্টু ভোট সম্ভব হবে না।’


তিনি বলেন, ‘প্রশাসন, নির্বাচন কমিশন সব নৌকার প্রার্থীর পকেটে। তাদের অভিযোগ দিয়ে কোনো লাভ নেই।’


এ নির্বাচনকে ‘নীল নকশার নির্বাচন’ উল্লেখ করে বলেন, ‘এখনও সুষ্ঠ ভোট হলে লাঙ্গল বিপুল ব্যবধানে জয়লাভ করবে।’


তবে সকালে ভোট দিয়ে বি‌ভিন্ন কে‌ন্দ্রে প্র‌তিদ্ব‌ন্দ্বী প্রার্থীর এজেন্ট না থাকার বিষ‌য়ে আনোয়ারুজ্জামান বলেন, ‘এটা প্রার্থীর সমস্যা। ওরা য‌দি এজেন্ট না দি‌তে পা‌রে, ও‌দের য‌দি লোক না থা‌কে, তাহলে আমাদের তো কিছু করার নেই। আমরা তো কউ‌কে বাধা দিইনি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ