বিরোধী দলগুলোর নেতা-কর্মীরা যার যার ব্যানার নিয়ে রাজপথে নামলে সাত দিনে সরকার পতন হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক। তিনি বলেছেন, এরা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) এক সপ্তাহ ক্ষমতায় থাকা মানে দেশ এক বছর পিছিয়ে যাওয়া। সে কারণে এখন আর বামে-ডানে তাকানোর সময় নেই।
বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি, হামলা-মামলা, বিদুৎ-জ্বালানি খাতের লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে নুরুল হক এসব কথা বলেন।
নুরুল হক বলেন, এখন আর কোনো দফারফা নয়। দাবি একটাই, সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের মানুষের মুক্তি ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা কিছু করার তাই করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান নুরুল হক। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, ছাত্র-শিক্ষক, আলেম-ওলামা—এমন কেউ নেই যে এ সরকারের দ্বারা নির্যাতিত, নিগৃহীত হননি। বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়া, মামুনুল হকসহ সব রাজবন্দীর মুক্তির দাবি জানান নুরুল হক।
গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম সদস্যসচিব ফাতেমা তাসনিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, ফারুক হাসান, সোহরাব হোসেন, আবু হানিফ, শাকিলউজ্জামান, শহিদুল ইসলাম, মালেক ফরাজী, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান প্রমুখ।
0 মন্তব্যসমূহ