কাদের সিদ্দিকী বলেন, ‘সরকার যদি ড. ইউনূসকে দেশের স্বার্থে কাজে লাগাতে পারতো, তাহলে বড় রাষ্ট্রগুলোর বৈরী আচরণ থাকতো না’।
ড. ইউনূসকে কর ফাঁকির মামলায় যেভাবে হয়রানি করা হচ্ছে, তা দেশের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, “নোবেল বিজয়ী ড. ইউনূস দেশের সম্পদ। তাকে সম্মান দেখালে বাংলাদেশ বিশ্ব দরবারে অনেক বেশি সম্মানিত হবে। বড় বড় দেশগুলো আমাদের সমিহ করে চলতো।”
রবিবার (১১ জুন) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, “সরকার যদি ড. ইউনূসকে দেশের স্বার্থে কাজে লাগাতে পারত, তাহলে যুক্তরাষ্ট্রসহ বড় বড় রাষ্ট্রগুলোর বৈরী আচরণ থাকত না। ড. ইউনূসের ইমেজের কারণে সব রাষ্ট্র বাংলাদেশের পাশে থাকত।”
কল্যাণ ট্রাস্টের অর্থের জন্য কর দিতে হয় না উল্লেখ করে তিনি বলেন, “ড. ইউনূস যদি তার অর্থ কল্যাণ ট্রাস্টে দিয়ে থাকেন, তাহলে তার সেই অর্থ করমুক্ত।
উদাহরণ হিসেবে তিনি জানান, কুমুদিনী কল্যাণ ট্রাস্ট গঠন করার কারণে তাদের কোনো ব্যবসা-বাণিজ্যের কর দিতে হয় না।
কাদের সিদ্দিকী প্রশ্ন রেখে বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বিএনপি ক্ষমতা থাকলে জাতীর পিতা জিয়াউর রহমান। যদি কখনো জাতীয় পার্টি আবার ক্ষমতায় যায় তাহলে কি হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীর পিতা হবে?”
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা এবং কেন্দ্রীয় সদস্য ফরিদ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ