রংপুর সদর উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের ৬০ বস্তা ভিজিএফের চাল স্থানীয়রা উদ্ধার করে যে যার মতো বাড়িতে নিয়ে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় চন্দনপাট ইউনিয়ন পরিষদের পেছনের ভুট্টা ক্ষেত থেকে এসব চাল উদ্ধার হলেও ঘটনাটি বুধবার সকালে জানাজানি হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর নাহার বেগম, সদর কোতয়ালী থানা পুলিশের ওসি সুশান্ত সরকার। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ছিল ভিজিএফ কার্ডধারীদের চাল বিতরণের দিন। ওই দিন চাল বিতরণের ফাঁকে বিকেলের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিষদের পেছনের একটি ভুট্টা ক্ষেতে গেলে সেখানে গাছের ফাঁকে ফাঁকে এলোমোলোভাবে ভিজিএফ’র চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে উপস্থিত লোকজন ভুট্টা ক্ষেত থেকে চালের বস্তাগুলো যে যার মতো করে নিয়ে যায়।
0 মন্তব্যসমূহ